৪ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে এসএমসিকে শাকিব খানের লিগ্যাল নোটিশ

সংগৃহীত

চিত্রনায়ক শাকিব খান এসএমসি ওরস্যালাইন-এন প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন। মেয়াদ না বাড়িয়েই শাকিব খানের ছবি ও ব্র্যান্ড ইমেজ ব্যবহার করার কারণে প্রতিষ্ঠানটিকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

নোটিশে ঢালিউড কিং খান বলেন, গত ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত ‘এসএমসি ওরস্যালাইন-এন’এর সঙ্গে চুক্তির মেয়াদ ছিল। পরে তারা ওই চুক্তির মেয়াদ বাড়াননি।

নায়ক শাকিব খানের পক্ষে ব্যারিস্টার ওলোরা আফরিন গত ৩ সেপ্টেম্বর এ নোটিশ পাঠান। আজ (৬ সেপ্টেম্বর) তিনি নোটিশ পাঠানোর বিষয়টি জানিয়েছেন।

নোটিশে ৭ দিনের মধ্যে চার কোটি টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। অন্যথায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড, কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক আবদুল হক ও মহাব্যবস্থাপক (মাকের্টিং) খন্দকার শামীম রহমান বরাবরে এ নোটিশ পাঠানো হয়েছে।

এ বিষয়ে ব্যারিস্টার ওলোরা আফরিন জানান, ২০১৯ সালের ৭ মার্চ ওরস্যালাইনের বিজ্ঞাপনে চুক্তিবদ্ধ হন শাকিব খান। এর সময়কাল ছিল ২০২১ সালের ১ জুলাই থেকে ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত। পরে উভয়পক্ষের সম্মতিতে আরও ১৮০ দিন বিজ্ঞাপন প্রচার করা হয়। যার মেয়াদ গত ডিসেম্বরে শেষ হয়ে যায়। এরপর আরও প্রায় ৫ মাস বিজ্ঞাপন প্রদর্শন করা হয়েছে। যার স্ক্রিনশট আমাদের কাছে আছে। এতে শাকিব খান আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৪ কোটি টাকার। নোটিশ পাওয়ার ৭ দিনের মধ্যে এসএমসিকে এ টাকা দিতে হবে। অন্যথায় যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিভিন্ন ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সেসব অংশ কেটে বানানো হচ্ছে বিভিন্ন রকমের কনটেন্ট। আর এতেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তিনি, দিয়েছেন মানহানি মামলার হুমকি। এ ঘটনায় ক্ষুব্ধ বর্ষা ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।