ট্রল করলে মামলার হুমকি চিত্রনায়িকা বর্ষা

সংগৃহীত ছবি

ঢাকাই শোবিজ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এই চেষ্টার ইতিবাচক ফল দেখতে পাওয়া যাচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কিছু সিনেমা ব্যবসা সফল হয়েছে। দর্শকের প্রশংসা কুড়িয়েছে। একইসঙ্গে ঢাকাই শোবিজ ভিন্ন কারণেও আলোচনায় থাকে। ইন্ডাস্ট্রির বেশ কয়েকজন তারকা ব্যক্তিজীবন নিয়ে দর্শকের তুমুল আগ্রহের জায়গায় থাকেন।

এই দুই পরিস্থিতি অন্যতম একটি জুটি ব্যবসায়ী ও চিত্রনায়ক অনন্ত জলিল ও তার স্ত্রী চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। আনাড়ি অভিনয়ের কারণে দুজনেই দর্শকের সমালোচনার মুখোমুখি হয়েছেন বহুবার। শোবিজ অঙ্গণ ছেড়ে দেওয়ার হুঁশিয়ারিও উচ্চারণ করেছেন তারা। এবার তাদের নিয়ে ট্রল করা হলে আইনি পদক্ষেপ নেবেন বলে জানালেন।

বিভিন্ন ফেসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে সেসব অংশ কেটে বানানো হচ্ছে বিভিন্ন রকমের কনটেন্ট। আর এতেই প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছেন তিনি, দিয়েছেন মানহানি মামলার হুমকি। এ ঘটনায় ক্ষুব্ধ বর্ষা ফেসবুকে দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন।

মঙ্গলবার রাতে নিজের সোশ্যাল হ্যান্ডেলে দেওয়া এক স্ট্যাটাসে চিত্রনায়িকা বর্ষা লিখেছেন, ‘আপনাদের প্রতি সম্মান রেখেই বলছি, নেক্সট যদি আমার কোনো ভিডিও বা কোনো ইন্টারভিউ থেকে কোনো কিছু কেটে কোনো পেজে আমি আমার কথা মিলিয়ে বা কোনো নেতিবাচক পোস্ট দেখি, তাহলে আমি সেই পেজের বিরুদ্ধে মানহানি মামলা করতে বাধ্য হব। এটা নিয়ে অলরেডি আমার ল ইয়ার কাজ করছে। ইতিমধ্যে বেশ কয়েকটা পেজের লিস্টও করেছি। কারণ সব কিছুরই একটা লিমিট থাকা উচিত।

স্ট্যাটাসের শেষদিকে অভিনেত্রী বর্ষা লিখেছেন, ‘আয় করা উচিত হালাল উপায়ে, কাউকে বাজেভাবে উপস্থাপন করে নয়।’

উল্লেখ্য, বর্ষাকে সর্বশেষ দেখা গেছে ‘কিল হিম’ সিনেমায়। বরাবরের মতো এই ছবিতেও তিনি অনন্ত জলিলের সঙ্গে অভিনয় করেছেন। আগামীতে তাদের দুজনকে দেখা যাবে ‘নেত্রী-দ্য লিডার’ ছবিতে। এ ছাড়া নেত্রী-দ্য লিডার সিনেমায় নাম ভূমিকায় দেখা যাবে তাকে। সেই ছবিতেও তার নায়ক হিসেবে রয়েছেন স্বামী।