বাংলাদেশে ‘জওয়ান’ সিনেমার অগ্রিম টিকিট বিক্রি

সংগৃহীত ছবি

মুক্তির বাকি আরও তিন দিন। এর আগেই অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়তে যাচ্ছে ‘জওয়ান’। টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, আজ (৪ সেপ্টেম্বর) দুপুর পর্যন্ত ছবিটির টিকিট বিক্রি হয়েছে ৪ লাখ ৬০ হাজার! আবার বক্স অফিসে আগুন লাগাতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। আসন্ন চলচ্চিত্র ‘জওয়ান’ দিয়ে আবারও দর্শক মাতাতে তৈরি শাহরুখ।

এ বছরের ২৫ জানুয়ারি মুক্তি পায় শাহরুখ খান অভিনীত সিনেমা ‘পাঠান’। চার বছর পর প্রিয় তারকার বড় পর্দায় প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রেখেছেন ভক্তরা। সিনেমাটি আয় করেছে ১ হাজার ৫০ কোটি রুপি। এর পর থেকে ভক্তদের অধীর অপেক্ষা ছিল ‘জওয়ান’ নিয়ে। এর আগে সিনেমাটির প্রিভিউ, গান প্রকাশের পর ব্যাপক সাড়া মিলেছিল।

অ্যাটলি পরিচালিত ফিল্মটি ইতিমধ্যে তুমুল হাইপ তৈরি করেছে, যা রীতিমতো অবাক করার মতোই। সম্প্রতি সিনেমাটির ট্রেলার প্রকাশ হয়েছে এবং এর পরই অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়ে গেছে।

সংগৃহীত ছবি

মুক্তির সাত দিন আগে খোলা হয়েছে অগ্রিম বুকিং এবং ইতিমধ্যে ছয় লাখ টিকিট বিক্রি হয়ে গেছে জওয়ানের। এখনো তিন দিন বাকি! আর সেই সঙ্গে নতুন এক রেকর্ডের হাতছানি শাহরুখের সামনে। এদিকে, ‘জওয়ান’ উত্তাপের আঁচ বাংলাদেশেও লেগেছে।

সিনেমাটি বাংলাদেশে আমদানি করছে যৌথভাবে অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও রংধনু গ্রুপ।

আমদানি সংশ্লিষ্টদের অন্যতম উদ্যোক্তা অন্যতম মামুন জানালেন বাংলাদেশেও ‘জওয়ান’ এর অগ্রিম টিকিট বিক্রি হবে। তিনি বলেন, ‘আগামী বুধবার থেকে বাংলাদেশে শাহরুখ খান অভিনীত জওয়ান সিনেমার অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে।’

এদিকে, সিনেমাটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া হিসেবে সেন্সর বোর্ডে জমা দেওয়া হয়েছে। বাংলাদেশে মুক্তি দিতে হলে সেন্সর- এর জন্য হাতে রয়েছে দুদিন।

সেন্সর বোর্ডের সদস্য অরুণা বিশ্বাস জানালেন, এখনো সিনেমাটি দেখার কোনো চিঠি পাননি তিনি।