মায়ের দোয়া নিয়ে ফিরলেন তারকা খ্যাতি নোবেল

সংগৃহীত ছবি

ভারতের জি বাংলার সারেগামাপা শোর মাধ্যমে অল্প সময়ের মধ্যেই তারকা খ্যাতি লাভ করলেও বিভিন্ন সময় নানা উদ্ভট ও বিতর্কিত মন্তব্যের জন্য প্রায় সময়ই আলোচনা-সমালোচনায় থাকেন বাংলাদেশের মাইনুল আহসান নোবেল। এ কারণে প্রায়ই সোশ্যাল মিডিয়াসহ বিভিন্ন মাধ্যমে কটাক্ষের মুখে থাকতে হয় তাকে।

এবার নতুন গান নিয়ে হাজির হয়েছেন গায়ক নোবেল। গতকাল ‘কলিজা’ শিরোনামে একটি গান প্রকাশ হয়েছে তার।

গানটির কথা লিখেছেন এইচএম নিপু ও সুর করেছেন মিশকাত। রানা আকন্দের সংগীতায়োজনে এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। এতে মডেল হয়েছেন আসিফ আহমেদ খান এবং সুমাইয়া আক্তার সুমি। চ্যানেল এইচএম ইউটিউব চ্যানেলের ব্যানারে প্রকাশ হয়েছে গানটি।

এদিকে নতুন এ গান প্রসঙ্গে গায়ক নোবেল সংবাদমাধ্যমকে বলেন, মাঝে সময়টা খুব খারাপ যাচ্ছিল। কলিজা গানটি শোনার পর আমার কাছে মনে হয়েছে যে, শ্রোতারা এমন একটি গান আমার কণ্ঠে শোনার জন্য অপেক্ষা করছে। এ কারণে মায়ের দোয়া নিয়ে গানটি করার ইচ্ছা পোষণ করি।

নোবেল আরও বলেন, গানটি সম্পন্ন হওয়ার পর যখন শুনি, তখন নিজেই নিজের গানের ভক্ত হয়ে যাই। আশা করি আমার সব শ্রোতা ও শুভাকাঙ্ক্ষীদের কাছেও ভালো লাগবে গানটি।

এর আগে গায়ক নোবেল অনেকবার সাবেক স্ত্রী সালসাবিল মাহমুদকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, আর বিতর্কিত কর্মকাণ্ডে জড়াবেন না; কিন্তু শেষ পর্যন্ত সেই ওয়াদা রক্ষা করতে পারেননি। তাদের সংসারে এগুলো নিয়েই কলহ লেগেই থাকত। এগুলোর কারণেই একপর্যায়ে তাদের সংসার টিকেনি।