তিন দিনের জন্য তাবলিগ জামাতে জিয়াউল হক পলাশ

সংগৃহীত ছবি

 

দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশকে হাবু ভাইয়ের বিয়েতে দেখা যায়নি। কেন? এই প্রশ্ন নানা মাধ্যমেই উঠে আসে। অবশেষে জানা গেল, পলাশ কোথায় ছিলেন? জনপ্রিয় অভিনেতা পলাশ তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। তাই হাবু ভাই অর্থাৎ চাষী আলমের বিয়েতে উপস্থিত হতে পারেননি এ অভিনেতা।

জানা গেছে, অভিনেতা জিয়াউল হক পলাশ ছোটবেলা থেকেই তাবলিগ জামাতে যান। এর মাঝে অনেক দিন দূরে ছিলেন। তবে গত ২৪ আগস্ট তিনি তিন দিনের জন্য তাবলিগ জামাতে গিয়েছিলেন। সেখানে তিনি তিন দিন ইবাদত শেষে ২৭ তারিখে বাসায় ফিরেছেন।

সম্প্রতি অভিনেতা চাষী আলমকে জিজ্ঞেস করা হয়েছিল পলাশ বিয়েতে আসেনি কেন? এর জবাবে এই অভিনেতা বলেন, ‘পলাশ তাবলিগ জামাতে গিয়েছে তিন দিনের জন্য। তাই সে বিয়েতে আসতে পারেনি।’ পলাশ মসজিদের ভেতর ধর্মীয় গ্রন্থ পাঠ করছেন, সামনে মুসল্লিরা বসে শুনছেন।

এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে গত রাতে ছড়িয়ে পড়ে। এরপর পলাশের সঙ্গে যোগাযোগ করা হলে আজ দুপুরে তিনি তাবলিগ জামাতে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন।