দীর্ঘদিন বড় পর্দায় নেই ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পপি। নায়িকার পপি নিখোঁজ থাকার ব্যাপারে প্রশ্নের মুখে পড়েছিলেন তারই সহশিল্পী চিত্রনায়িকা নিপুণ।
নায়িকা নিপুণ বলেন, পপি যেহেতু আমাদেরও খুব পছন্দের একজন শিল্পী। আমার পছন্দের একজন মানুষ। তার সম্পর্কে এটুকু বলতে পারব, নির্বাচনের সময় যোগাযোগ করেছিল সে। ভালো আছে, সুস্থ আছে। এতটুকুই বলতে পারব। এর থেকে বেশি কিছু বলতে পারব না।
একসময় নিয়মিত এফডিসি বা শোবিজ পাড়ায় হাজির হতেন নায়িকা পপি। কিন্তু হঠাৎ করেই গত কয়েক বছর ধরে খোঁজ নেই পপির । আর এসবের মাঝেই গুঞ্জন ওঠে- বিয়ে করে সংসারি হয়েছেন, সন্তান হয়েছে। তিনি স্বামী-সন্তান নিয়েই ব্যস্ত।
এদিকে ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পপির আড়ালে থাকায় আটকে আছে কয়েকটি সিনেমা। এসবের মধ্যে আছে- রাজু আলীম ও মাসুমা তানি পরিচালিত ‘ভালোবাসার প্রজাপতি’ ও আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ সিনেমা। এছাড়া মুক্তির অপেক্ষায় সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।