সাদিয়া-বাশারকে নিয়ে আবারও নির্মাণে ফিরেছেন সাদাত

সংগৃহীত ছবি

বাংলাদেশের জনপ্রিয় লেখক সাদাত হোসাইনের পরিচালনায় ‘রৌদ্রময়ী’ নামে একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় জুটি খায়রুল বাশার ও সাদিয়া আয়মান। এবং একইসঙ্গে উন্মুক্ত করা হবে প্রজন্ম ওয়েভের ইউটিউব চ্যানেলে। এর মাধ্যমে দীর্ঘ চার বছরের বিরতির পর আবারও নির্মাণে ফিরেছেন সাদাত।

তার ২০১৯ সালে ‘গহীনের গান’ নামের পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে বড় পর্দায় তার অভিষেক ঘটে। তবে তার আগেও তিনি একাধিক কাজ করেছেন।

সংগৃহীত ছবি

‘রৌদ্রময়ী’ মূল চরিত্রে অভিনয় করেছেন এই সময়ের জনপ্রিয় জুটি খায়রুল বাশার ও সাদিয়া আয়মান। এতে আরও অভিনয় করেছেন মাঈন হাসান, অশোক বেপারি, আশা মজিদ রোজি, কাশপ্রিয়া প্রমুখ।

লেখক সাদাত হোসাইন বলেন, ‘‘চলচ্চিত্রটিতে একজন হতাশ ও বিষাদগ্রস্ত তরুণের ভূমিকায় অভিনয় করেছেন খায়রুল বাশার। যিনি নিজের ইচ্ছের বিরুদ্ধে কেবল বাবা মায়ের স্বপ্ন পূরণে জন্য মেডিক্যালে পড়তে বাধ্য হন। কিন্তু এটি তাকে ভয়ানক ব্যর্থ একজন মানুষে পরিণত করে।যা তার সামাজিক, পারিবারিক ও ব্যক্তিগত জীবনকে অসহনীয় করে তোলে। প্রবল হতাশায় শেষ অবধি আত্মহননের সিদ্ধান্ত বেছেন নেন তিনি। কিন্তু সেখান থেকে কী করে আবার একটি সুস্থ স্বাভাবিক জীবনে তিনি ফিরে আসেন—সেই অনুপ্রেরণার গল্পই ‘রৌদ্রময়ী।’’