আজ ভারতের অভিনেত্রী নুসরাত জাহানের ছেলে ঈশানের বয়স দুই বছর হয়ে গেছে। ২০২১ সালের ২৬ আগস্ট জন্ম হয় নুসরাত জাহানের ছেলে ঈশানের। ঈশানের জন্মদিনের কিছু ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন অভিনেত্রী নুসরাত। সঙ্গে শেয়ার করেছেন আবেগঘন পোস্ট।
এদিকে নিখিল জৈনের সঙ্গে অভিনেত্রী নুসরাত জাহানের বিচ্ছেদের পর তার সন্তানের বাবা কে? এ নিয়ে অনেক আলোচনা হয়েছিল। জানা যায়— ঈশানের বাবা যশ দাশগুপ্তের নাম। পরে যখন ছেলের নাম নথিভুক্ত করার সময় বাবা হিসেবে যশের নাম লেখান নুসরাত, তখন সব জল্পনার অবসান হয়।
বর্তমানে নুসরাত-যশ একসঙ্গেই থাকছেন। প্রতিদিন সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করেন তারা । মাঝে মধ্যে ছেলে ঈশানের ছবি শেয়ার করেন। ঈশানের জন্মদিন নিয়ে কেকের ছবিও শেয়ার করেছেন তিনি ।
পোস্ট ছবিতে দেখা গেছে, ‘জঙ্গলবুক’-এর থিমে সাজানো হয়েছে কেক। ছবির ক্যাপশনে নুসরাত লিখেছেন, ‘ঈশানের দুই বছর। আপনাদের আশীর্বাদ চাই।’