‘সোনা’ রেস্তোরাঁর অংশীদারত্ব ছেড়ে দিলেন প্রিয়াংকা!

সংগৃহীত ছবি

বছর দুয়েক আগে, প্রিয়াঙ্কা চোপড়া নিউইয়র্কে একটি রেস্তোরাঁ চালু করেছিলেন। ‘সোনা’ নামের ওই রেস্তোরাঁ অনেক সমর্থন পেয়েছে। তবে একেবারে নতুন তথ্য হল, এই রেস্তোরাঁ ব্যবসা থেকে নিজেজে গুটিয়ে নিয়েছেন প্রিয়াংকা।

প্রিয়াঙ্কা চোপড়া ২০২১ সালে বলেছিলেন যে, মনীশ কে গোয়েলের সঙ্গে নিউইয়র্কে তার নিজস্ব রেস্তোরাঁ রয়েছে। এটি একচেটিয়া ভারতীয় খাবার সরবরাহ করে। এ ছাড়া ভারতেও রয়েছে তার কিছু শাখা। কিন্তু দুই বছর পর অভিনেত্রী সেই রেস্তোরাঁর অংশীদারত্ব থেকে সরে এলেন।

পিপল প্রকাশনাকে দেওয়া বিবৃতিতে একজন প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করে বলেছেন, প্রিয়াংকা সোনায় তার অংশীদারত্ব থেকে সরে এসেছেন।

মণীশ দাবি করেছেন যে, এ রেস্তোরাঁ খোলার ভাবনা এসেছিল প্রিয়াংকার মাথা থেকেই। এমনকী রেস্তোরাঁটির ডেকোরেশন ও খাবার পরিবেশনার ধরনও ছিল তার মতো করে। আমরা তার অংশীদারত্ব এবং সমর্থনের জন্য কৃতজ্ঞ। তিনি এর পর থেকে আমাদের সঙ্গে সরাসরি অংশীদার হিসেবে না থাকলেও সোনা পরিবারের একটা অংশ হয়ে থাকবেন।

প্রিয়াঙ্কা শেষবার হলিউড ছবি ‘লাভ এগেইন’-এ অভিনয় করেছিলেন। প্রকাশের তারিখ ছিল ৫মে। তিনি স্যাম হিউহান এবং সেলিন ডিওনের সাথে মুভিতে অভিনয় করেছেন। বর্তমানে তিনি হলিউডের আরেকটি সিনেমা ‘হেডস অব স্টেট’-এর মুক্তির অপেক্ষায় রয়েছেন।