জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা। তিনি কণ্ঠ সাধনা করেই আজকের অবস্থান তার। যদিও তিনি ইদানীং কণ্ঠের চেয়ে সুরের দিকে বেশি মনোযোগ দিচ্ছেন। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে নিজের কণ্ঠস্বর প্রকাশ করার চেয়ে তিনি সুরেই বেশি ব্যস্ত হয়ে পড়েছেন।
সম্প্রতি ধ্রুব মিউজিক স্টেশনে তানি লায়লার একটি গানের সুর পাওয়া গেছে। বর্তমানে তিনি রিয়েলিটি অনুষ্ঠান সেরাকণ্ঠের বিচারক। প্রায় ১৩ বছর পর, তিনি শোটির বিচারক হয়েছেন। করছেন শেষ পর্যায়ে চূড়ান্ত বিচারকের কাজ। এর মধ্যেই তিনি কিছু গানের সুর করেছেন।
সুপরিচিত অভিনয়শিল্পী রুনা লায়লা। তিনি তার কণ্ঠস্বর এই সময়ে যেখানে আছে উন্নত করেছেন। তবে ইদানীং কণ্ঠের চেয়ে গানের দিকেই বেশি নজর দিচ্ছেন তিনি। সাম্প্রতিক বছরগুলোতে, বিশেষ করে, তিনি তার নিজের কণ্ঠ প্রকাশের চেয়ে গানের প্রতি বেশি মনোযোগী হয়েছেন।
এখন শিল্পী নির্বাচনের প্রক্রিয়া এখন চলছে। গানগুলো ইন্টারন্যাশনাল ও বাংলাদেশি প্লাটফর্ম থেকে মুক্তি পাবে । জীবনে অনেক গান গেয়েছি, এ প্রসঙ্গে রুনা লায়লা উল্লেখ করেন। আমি এখন গান গাইতে বেশি উপভোগ করি। আমি একটি প্রকল্পে নিযুক্ত আছি। এটুকু বলতে পারি, এটি অনেক বড় প্রজেক্ট।’
সম্প্রতি গাজী মাজহারুল আনোয়ারের লেখা নিজের কণ্ঠে একটি গান প্রকাশ করেছেন তিনি। তিনি আরও জানান, ভালো কথামালার কোনো গান পেলে সেটা নিজের কণ্ঠে ধারণ করবেন।