আর্থিক দুর্নীতির অভিযোগে অভিযুক্ত সুকেশ চন্দ্রশেখর বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের প্রেম থেকে বাঁচতে পারছেন না। এবং তাই, ১১ আগস্ট, অভিনেত্রীর জন্মদিনে, তিনি আরও একবার তার কাছে তার ভালবাসার কথা স্বীকার করেছিলেন। একটি চিঠি দিয়ে খোলা।
চিঠিতে সুকেশ লিখেছেন, ‘এই দিনটা আমার জীবনে সবচেয়ে খুশির ও গুরুত্বপূর্ণ। আমার নিজের জন্মদিনের থেকে বেশি গুরুত্বপূর্ণ এই দিনটি। তুমি হয়তো জানো না, সময়ের সঙ্গে সঙ্গে প্রতিটা দিন আরও বেশি সুন্দরী হয়ে উঠছ তুমি, যা আমাকে পাগল করে দিচ্ছে। তোমার কোনো ধারণা নেই, কতটা মিস করছি তোমায়!’
তিনি আরও লিখেছেন, ‘তোমার করা আলিঙ্গন। এক কেক দুজনে ভাগাভাগি করে নেওয়া। আশা করছি, তোমাকে দেওয়া আমার উপহার ভালো লাগবে। আমি নিজের হাতে বানানো একটা কার্ড পাঠাচ্ছি। যেখানে আমাদের কিছু স্মৃতি আঁকার চেষ্টা করেছি। যেগুলো আজকের দিনে খুব মনে পড়ছে।’
জ্যাকুলিনের প্রতি তার ভালোবাসা প্রকাশের পাশাপাশি চিঠিতে সুকেশ বেশ কিছু গোপন কথাও প্রকাশ করেছেন। যখন এটি ঘটছে, অভিনেত্রী মার্কিন যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখানে তার জন্মদিনের পার্টি ছিল। সুকেশ তার প্রতি তার ভালবাসা ঘোষণা করে, কিন্তু জ্যাকলিন তাদের রোম্যান্স প্রত্যাখ্যান করে।