ছেলের সঙ্গে রাজের সম্পর্ক, আমার সঙ্গে নয়:পরি

সংগৃহীত

ঢালিউডের সুপরিচিত দম্পতি পরীমনি ও শরিফুল রাজের ছেলে শাহী মুহাম্মদ রাজ্যের (পদ্মা) প্রথম বছর পার হয়েছে।

বৃহস্পতিবার রাজ্যটি তার প্রথম জন্মদিন উদযাপন করে। এ উপলক্ষে সন্ধ্যায় রাজধানীর পাঁচতারা হোটেলে জন্মদিন উদযাপনের পরিকল্পনা করা হয়েছে।

বেশ কয়েকদিন ধরেই আলাদা থাকছেন এই দম্পতি। সাংবাদিকদের বলেছেন যে তারা আর এক হবেন না বলেও বিভিন্ন সময়ে দুজনেই।

গত কয়েকদিন ধরেই সন্তানের জন্মদিনের পুরো আয়োজনের প্রস্তুতি সেরেছেন পরীমনি একাই। ভক্তরা জানতে চান বাবা রাজ রাজ্যের জন্মদিন উদযাপনে থাকবেন কিনা।

ছেলের জন্মদিনের আগের রাতে পরীমনির বাসায় গিয়েছিলেন রাজ, এমন পরিস্থিতি নিয়ে আলোচনার সময় জানা গেছে। তবে সে সময় স্ত্রী পরীমনির সঙ্গে দেখা হয়নি তার; পরিবর্তে, তিনি কেবল তার পুত্র রাজ্যের সাথে দেখা করেছিলেন। রাজ ঢুকলে পরীমনি দরজা বন্ধ করে নিজের ঘরে বসে ছিলেন।

ছেলের জন্মদিনের আগের রাতে পরীমনির বাসায় গিয়েছিলেন রাজ, এমন পরিস্থিতি নিয়ে আলোচনার সময় জানা গেছে। তবে সে সময় স্ত্রী পরীমনির সঙ্গে দেখা হয়নি তার; পরিবর্তে, তিনি কেবল তার পুত্র রাজ্যের সাথে দেখা করেছিলেন। রাজ ঢুকলে পরীমনি দরজা বন্ধ করে নিজের ঘরে বসে ছিলেন।

গতকাল রাতে রাজ এসেছেন বলে পরীমনি গণমাধ্যমকে জানিয়েছেন। ছেলের সঙ্গে সময় কাটিয়ে চলে গেছে সে। আমার সঙ্গে কোনো কথা হয়নি। দেখাও হয়নি।

কেন তিনি আপনার সাথে দেখা করেননি জানতে চাইলে অভিনেত্রী জবাব দেন, “আমার সঙ্গে দেখা হওয়ার কিছু নেই”। তার সাথে আমার কোন সম্পর্ক নেই। সম্পর্ক থাকলে তো বাবুর জন্মদিনের অনুষ্ঠান আয়োজনে তাকে পাশে পেতাম। বাসায় যখন এসেছিল, তখন আমি আমার রুমের দরজা বন্ধ করে বসেছিলাম। সে চেষ্টা করেছে আমার সঙ্গে কথা বলার জন্য, আমি বলিনি। কারণ তার জন্য আমার ভালোবাসার দরজা বন্ধ হয়ে গেছে। ছেলের সঙ্গে তার সম্পর্ক, আমার সঙ্গে নয়। অনেক সহ্য করেছি, আর নয়।

আজ ছেলের জন্মদিনে পরীমনিকে জানতে চাওয়া হয় তিনি দেখা হবে কিনা। জবাবে পরীমনি বলেন, জন্মদিনে এলে তার সঙ্গে কথা বলব না। আমি চাই না, আসুক।

উল্লেখ্য, গিয়াসউদ্দিন সেলিমের “গুণিন” সিনেমার শুটিংয়ে চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা পরীমনির সম্পর্ক। আর এক সপ্তাহের মাথায় ২০২১ সালের ১৭ অক্টোবর তারা গোপনে বিয়ে করেন। ২০২২ সালের ১০ জানুয়ারি সেই খবর প্রকাশ্যে আনেন তারা। একই দিনে সন্তান ধারণের বার্তাটিও দেন এ দম্পতি। এর পর ২২ জানুয়ারি তারা পারিবারিক আয়োজনে বিয়ে সারেন। একই বছরের ১০ আগস্ট তাদের ঘর আলো করে আসে পুত্রসন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।