আজ সকালে দেশে ফিরলেন শাকিব খান

সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফিরেছেন ঢালিউড তারকা শাকিব খান। অবশেষে এক মাসেরও বেশি সময় পর দেশে ফিরেছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর হজরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন এ নায়ক।

গত ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে শাকিব অভিনীত ‘প্রিয়তমা’ ছবিটিও যুক্তরাষ্ট্রে মুক্তি পায় জুলাই মাসে। সেখানে ‘প্রিয়তমা’ বেশ ভালোই দর্শক টেনেছে। আর সিনেমাটির মুক্তি উপলক্ষ্যেই দেশটিতে আকাশপথে ভ্রমণ করেন। দর্শকের সঙ্গে বসে প্রিয়তমা উপভোগ করেন ঢালিউড তারকা এ নায়ক।

এর আগে গত ২ জুলাই যুক্তরাষ্ট্রে উড়াল দেন শাকিব খান। এর প্রায় দুই সপ্তাহ পর ছেলে জয়কে নিয়ে সেখানে উড়াল দেন অভিনেত্রী অপু বিশ্বাস। নায়িকার যুক্তরাষ্ট্রে যাওয়ার পরই একসঙ্গে ঘুরতে দেখা যায় তাদের। এ নিয়ে গুঞ্জন উঠেছিল— আবারও এক হচ্ছেন শাকিব -অপু।

এ বিষয়ে অপু ইঙ্গিতপূর্ণ মন্তব্য করলেও শাকিব কোনো প্রতিক্রিয়া দেননি।