প্রযোজক রহমত উল্লাহর বিরুদ্ধে হত্যার হুমকি ও এক লাখ অস্ট্রেলিয়ান ডলার দাবির অভিযোগে দায়ের করা মামলায় সাক্ষ্যগ্রহণের প্রথম দিনেই আদালতে হাজির হননি অভিনেতা শাকিব খান।
আগামী বুধবার ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত এ মামলার শুনানির দিন ধার্য করেছেন। এ মামলায় সভাপতিত্ব করছেন বিচারক সৈয়দা হাফসা ঝুমা।
শাকিব খান ব্যক্তিগত অঙ্গীকার উল্লেখ করে সাক্ষ্য দিতে আজ আদালতে হাজির হতে অস্বীকৃতি জানান। আদালতে জমা দেওয়া সময়ের আবেদনে তিনি এটর্নির মাধ্যমে এ কারণ উল্লেখ করেন। আদালত আরও সময়ের আবেদন মঞ্জুর করে এবং পরবর্তী শুনানির তারিখ ৫ অক্টোবর ধার্য করেন।
আসামি রহমতের বিরুদ্ধে অভিযোগটি দায়ের করেন গত ৫ জুলাই ঢাকার অষ্টম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক সৈয়দা হাফসা ঝুমা। ৯ আগস্ট মামলার সাক্ষ্যগ্রহণের দিনও ধার্য করেন তিনি।
রহমত উল্লাহ তার নির্দোষ দাবি করে এবং ন্যায়বিচার কামনা করে ওই দিন অভিযোগ গঠন করেন।
এ ছাড়া সাকিবের অ্যাটর্নির আবেদনের পরিপ্রেক্ষিতে আসামি রহমত উল্লাহকে আদালতের অনুমতি ছাড়া দেশত্যাগ না করতে বলা হয়। আবেদনটি আদালত মঞ্জুর করেন। রহমত উল্লাহ আদালতের অনুমোদন ছাড়া বিদেশে যেতে পারছেন না।
২৩ মার্চ বিকেলে রহমত উল্লাহ নামে এই নির্মাতার বিরুদ্ধে ঢাকা মহানগর হাকিম আরাফাতুল রাকিবের আদালতে মামলা করেন শাকিব খান। বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত অভিযুক্ত রহমত উল্লাহকে সমন জারি করেন।