এবার সায়ন্তিকাকে নিয়ে আমার ইজ্জত নষ্ট করবেন না প্লিজ : জায়েদ খান

সংগৃহীত

মঙ্গলবার, অপ্রত্যাশিতভাবে ঘোষণা করা হয়েছিল যে শাকিব খানের সিনেমা “নাকাব”-এ জায়েদ খান কলকাতার অভিনেত্রী সায়ন্তিকার বিপরীত ভূমিকায় অভিনয় করবেন। একেবারে নতুন, এখনও শিরোনামহীন ছবিতে, তারা একসঙ্গে অভিনয় করবেন। পরিচালনার দায়িত্বে থাকবেন তাজু কামরুল। কয়েকটি ওয়েবসাইটেও খবর প্রকাশিত হয়েছে। সিনেমা নিয়ে বৈজ্ঞানিকের সঙ্গে আলোচনা শেষ হয়েছে বলে গুঞ্জন রয়েছে। আমি এখনই ঢাকায় যাওয়ার জন্য তার ঠিক হওয়ার অপেক্ষায় আছি।

গত সোমবার সন্ধ্যায় তার সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম এ কথা শুনে হেসে ফেলেন জায়েদ খান। “আরে, এটা ভুয়া খবর,” তারা বলল। এই বিতর্কের জন্য আপ হয়. কেউ আমাকে এই খবরের লিঙ্ক পাঠালে আমি হাসলাম। এ খবর পড়ে তাজু কামরুলকে ফোন করি। আমি কোথাও আমাকে এই কথা বলতে শুনিনি, তিনি আমাকে আশ্বস্ত করলেন।

ঢাকাই সিনেমার নায়ক এই তথ্যে হতবাক হয়ে বললেন, “এসব কী রে ভাই, খামাখা একটা খবর ।” তাজু কামরুল এফডিসি এলাকায় থাকেন। খামাখা কথোপকথন চালিয়ে যেতে আগ্রহী। মামুনের দল আলাদা। কিছু লোক আছে যারা আলোচিত হওয়ার জন্য বা সংবাদে থাকার জন্য সংবাদের অভাবে সংবাদ তৈরি করে। না, আমির খানের ভাইকে কাস্ট না করেই তথ্য ফাঁস করেছিলেন অনন্যা মামুন। এই জিনিসগুলি অবিশ্বাস্যভাবে হাস্যকর।

তবে জায়েদ খান দাবি করেছেন, এর আগে পরিচালকের সঙ্গে একটি সিনেমা নিয়ে আলোচনা করেছিলেন তিনি। তিনি স্মৃতিচারণ করে বলেন, “একটি ছবি নিয়ে তার সঙ্গে আমাদের প্রাথমিক আলাপ হয়েছিল। তবে কোনো চুক্তি বা বাধ্যতামূলক চুক্তি হয়নি। এর মধ্যে অনেকেই এফডিসিতে আমার সিনেমা নিয়ে কথা বলেছেন। প্রাথমিক আলোচনা শেষ হলে আমার কাছে ৫০টি ছবির ঘোষণা দেওয়ার বিকল্প ছিল।” আমি শুনেছি পরিচালক এখন নাটকের সাথে জড়িত।

তাহলে এই বিভ্রান্তি এড়াতে ওই পরিচালকের সঙ্গে কথা বলেছেন কি না, জানতে চাইলে জায়েদ খান বলেন, ‘নিউজের লিংকগুলো পাওয়ার সঙ্গে সঙ্গেই তাজু কামরুলকে ফোন দিয়েছিলাম। তিনি তো অস্বীকার করেন। আমি তাঁকে বলেছি, আপনি আমার ইজ্জত নষ্ট করবেন না যেন। এর আগে অন্য একটি ছবির জন্য শ্রাবন্তীকে নিয়ে একটা নিউজ হয়েছিল। তখন কিছু মানুষ শ্রাবন্তীকে বুঝিয়েছিল, আমি নাকি তাঁর নাম ভাঙিয়ে নিউজ করেছি। সে সময় শ্রাবন্তীকে নিয়ে ইজ্জত গেছে, এবার সায়ন্তিকাকে নিয়ে ইজ্জত নষ্ট করবেন না।’

এর পরপরই এ ব্যাপারে পরিচালক তাজু কামরুলের সঙ্গে যোগাযোগ করা হলে প্রথম আলোকে তিনি বলেন, ‘জায়েদ খান ও সায়ন্তিুকাকে নিয়ে যে নিউজ বেরিয়েছে, ওভাবে আমি কোথাও বলিনি। তবে জায়েদ খানের সঙ্গে আগে প্রাথমিক একটা আলোচনা হয়েছে। কলকাতার সায়ন্তিকা ছাড়াও নুসরাতের সঙ্গেও প্রযোজকের কথা হয়েছে। এর বেশি কিছু নয়। আর প্রযোজক তো দেশের বাইরে আছেন। কোথা থেকে কী নিউজ হলো, বুঝলাম না।’