১১ আগস্ট মুক্তি পাবে ‘মাইক’ সিনেমা

সংগৃহীত

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ অবলম্বনে নির্মিত প্রথম শিশুতোষ চলচ্চিত্র “মাইক” এর আনুষ্ঠানিক বিপণন প্রচারণা শুরু হয়েছে। ১১ আগস্ট সিনেমাটি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে।

ফিচার ফিল্মটি নির্মাণের জন্য বাংলাদেশ সরকার অর্থায়ন করেছে। এরই মধ্যে ছবিটির গান, ট্রেলার ও পোস্টার প্রকাশ্যে এসেছে।

৪ আগস্ট শুক্রবার মুক্তির আগে বাংলাদেশ শিশু একাডেমির শিক্ষার্থীদের মধ্যে প্রচারণার মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রচারের দ্বিতীয় দিনে ‘মাইক’ ছবির তারকা অভিনেতা তারিক আনাম, শিশু একাডেমির মহাপরিচালক আনজির লিটন, অভিনেতা ও প্রযোজক কচি খন্দকার, অভিনেত্রী তানভীন সুইটি, তরুণ শিল্পীরা এবং অন্যান্য কর্মীরা অংশ নেন।

প্রচারণায় অংশ নিয়ে অভিনেতা তারিক আনাম খান বলেন, “আমাদের স্বাধীনতা যুদ্ধ, বঙ্গবন্ধু এবং তার ৭ মার্চের ভাষণ সম্পর্কে জানার পাশাপাশি ‘মাইক’-এ অনেক ভালো গল্প আছে, অদ্ভুত সুন্দর গল্প আছে। আপনার সিনেমা তৈরি হয়েছে, এবং এটি একটি শিক্ষামূলক চলচ্চিত্র।

আপনার বাবা-মা আপনার সাথে সিনেমাটি দেখবেন। সবাই এটা দেখে মজা পাবে, আমি নিশ্চিত।

এফএম ‘মাইক’ ৭ মার্চ থেকে জাতির পিতার ঐতিহাসিক ভাষণকে নতুন মাত্রায় উন্নীত করবে বলে জানিয়েছেন সিনেমাটির গল্পকার, প্রযোজক ও পরিচালক শাহীন। ১১ আগস্ট, মাইক প্রেক্ষাগৃহে উপলব্ধ করা হবে।

শিশুতোষ চলচ্চিত্র ‘মাইক’-এর মাধ্যমে তরুণ প্রজন্ম বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস জানতে পারবে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে ‘মাইক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সবার প্রতি অনুরোধ, আপনারা সিনেমা হলে আসুন, ভালো সিনেমা দেখুন।

আরেক পরিচালক হাসান জাফরুল বিপুল বলেন, ‘মাইক’ চলচ্চিত্রটি দেখে দর্শকরা আন্দোলিত ও উৎসাহিত হবে। নতুন প্রজন্মের অজানা একাত্তরে কী হয়েছিল―৭ মার্চের ভাষণকে ঢেকে রাখার চেষ্টা করা হয়েছে।

আমাদের সবার দায়িত্ব এ ভাষণকে সবার কাছে পৌঁছে দেওয়া এবং জাতিকে সঠিক ইতিহাস জানানো।

‘মাইক’ সিনেমায় আরো অভিনয় করেছেন নাদের চৌধুরী, ঝুনা চৌধুরী, জয়িতা মহলানবিশ, সংগীতা চৌধুরী, রহিম সুমন, ইকবাল হোসাইন, শিশুশিল্পী সানজিদ রহমান খান, আলী আবদুল্লাহ দাইয়ান ভূঁইয়া, খোন্দকার মেঘদূত জলিল, মীর্জা ত্বাবীব ওয়াসিত প্রমুখ।