শুভশ্রী আসার পর আমার জীবনটাই পালটে গেছে: রাজ

সংগৃহীত

টলিউডে শুভশ্রী ও রাজকে সুখী দম্পতি হিসেবে পরিচিত। সোশ্যাল মিডিয়াতে তাদের রোমান্টিক মুহূর্তগুলি বুঝতে পারে। রাজ আবার কথা বললে পরিস্থিতি আরও ফের স্পষ্ট হয়ে উঠল বিষয়টি। তিনি দাবি করেছেন, তার জীবনে সবার আগে শুভশ্রী।

রাজ ঘোষণা করেছেন, “শুভশ্রী আসার পর থেকে, আমার জীবন বদলে গেছে। শুভশ্রীর আগে আমার জীবন আমার কাজকে ঘিরেই আবর্তিত ছিল। কিন্তু এই মুহূর্তে, আমার পরিবারই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এখন কাজ করি পরিবারের জন্য। আমি অবিশ্বাস্যভাবে সংবেদনশীল ছিলাম। আমার একসময় মানুষের প্রতি অনেক আস্থা ছিল, আমি এখন শুধু আমার স্ত্রীর উপর নির্ভর করি।

তিনি আরও বলেন, “আগে রাগ করা সহজ ছিল। এখন তা নয়। এখন আরও গঠনমূলক ভাবনাচিন্তা করি। সারাদিন কাজের পর বাড়ি গিয়ে শান্তি পাই। বউ আছে। মা আছে। জীবনে বউ আমার সবার প্রথমে। এখন আমার আর কাউকে দরকার নেই।’

শীঘ্রই মুক্তি পেতে চলেছে রাজের ওয়েব সিরিজ আবর প্রলয়। সম্প্রতি প্রকাশ্যে এসেছে ধারাবাহিকটির আইটেম গান। এতে কোমর দুলিয়েছেন বাংলাদেশের নুসরাত ফারিয়া। স্বামীর গানটি নিজেই শেয়ার করেছেন শুভশ্রী।