হিরো আলমকে আদালতে যেতে হবে, পরামর্শ ডিবির।

সংগৃহীত

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীরের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন মহানগর গোয়েন্দা (ডিবি) থানায় আশরাফুল আলম ওরফে হিরো আলম। এরপর গণমাধ্যমে অভিযোগের জবাবে ডিবি প্রধান হারুন অর রশিদ বলেন, হিরো আলম অভিযোগ জমা দিয়েছেন; আমরা পরে বিষয়টি দেখব। আমি এখন তাকে আদালতে যাওয়ার পরামর্শ দিয়েছি।

২৮ আগস্ট রোববার ডিবি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ডিবি প্রধান বলেন, হিরো আলম এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে আমাদের কাছে এসেছেন। তিনি অবশ্য এবার আমাদের সাইবার ইউনিটে অভিযোগ করতে এসেছেন। ভিডিওটি ফেসবুক ও ইউটিউবে শেয়ার করায় তিনি অভিযোগ দায়ের করবেন ভেবে সাইবার ইউনিটে আসেন।

হারুন অর রশীদের মতে হিরো আলম মানহানির মামলা করতে এসেছেন, তাই আমি তাকে সিএমএম কোর্টে যাওয়ার পরামর্শ দিয়েছি।

কারণ আমরা সরাসরি মানহানির মামলা গ্রহণ করতে পারি না। কিন্তু আমরা তার অভিযোগ মেনে নিয়েছি। আমরা পরিস্থিতি খতিয়ে দেখব।
গত ১৮ জুলাই রাজশাহী মহানগরীর ভুবন মোহন শহীদ মিনার পার্কে দলের পদযাত্রা কর্মসূচি শুরু হলে হিরো আলমকে ‘অর্ধপাগল’ বলে উল্লেখ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সে সময় ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো ‘আধাপাগল’ নির্বাচিত হচ্ছেন বলে দাবি করে রিজভী সরকারের সমালোচনা করেন তিনি। তারপরও সরকার অবাধ নির্বাচন করতে নারাজ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের

এ সময় রিজভী সরকারের সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, ঢাকা-১৭ আসনে হিরো আলমের মতো একটা ‘অর্ধপাগল’ নির্বাচন করছে। তার সঙ্গেও সরকার সুষ্ঠু নির্বাচন দিতে ভয় পায়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) মোহাম্মদ হারুন অর রশীদের কাছে এ ব্যাপারে লিখিত অভিযোগ করেছেন হিরো আলম।

ডিবি কার্যালয় থেকে বের হওয়ার পর হিরো আলম দাবি করেন, বিএনপির সিনিয়র নেতা রুহুল কবির রিজভী তাকে অশিক্ষিত ব্যক্তি বলেছেন। এ বিষয়ে ডিবির কাছে অভিযোগ করতে এসেছি।

তবে এ বিষয়ে ডিবি কোনো মামলা নিতে পারেনি বলে দাবি করেন তারা। আমি এখন আমার মামলা আদালতে উপস্থাপন করব।