সোহানা সাবা নামের একজন অভিনেত্রী পুরুষদের ভয় পান। কিন্তু সে যদি এমন একজন পুরুষকে খুঁজে পায় যার সাথে সে তার বাকি জীবন সুখে কাটাতে পারে, সে তাকে বিয়ে করবে।
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন এই অভিনেত্রী।
সাক্ষাৎকারে সাবা বিয়ে ও প্রেম নিয়ে আলোচনা করেছেন এবং প্রেমে পড়ার সম্ভাবনা কমে যাওয়ার কথা উল্লেখ করেছেন। কিন্তু আমি অনেক প্রেম করেছি। কিছু দিন পর, আমার ধারণা হয়েছিল যে দেবদাসই সেই লোক যাদের আমি প্রেমে পড়েছিলাম।
পুরোপুরি সত্যি বলতে, তিনি স্বীকার করেছেন, তিনি এখন পুরুষদের ভয় পান। আমার জন্য সমগ্র পৃথিবীতে সত্যিই কি এমন কেউ আছে যার সাথে আমি আমার বাকি জীবন নিরাপদে কাটাতে পারি? আমি পরের দিন তাকে বিয়ে করতাম যদি এমন একজন লোক থাকত এবং আমি আজ তার সাথে দেখা করতাম।
শিগগিরই মুক্তি পাবে সোহানা সাবা অভিনীত নতুন চলচ্চিত্র ‘অসম্ভব’। এ ছাড়া নায়ক আফজাল হোসেন পরিচালিত ‘মানিকের লাল কাঁকড়া’ ছবির কাজ এখনো চলছে। কলকাতায় দুটি ছবি মুক্তির কথা রয়েছে। চলতি মাসেই নতুন ছবির শুটিং শুরু করবেন তিনি।