দুই বাংলায় ফের আইটেম গার্ল নুসরাত ফারিয়া

সংগৃহীত

‘সুরাঙ্গা’ ছবির আইটেম গান ‘কলিজা আর জান’-এ নুসরাত ফারিয়ার অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। আইটেম গানে আরও একবার দেখা যাবে তাকে। দুই বাংলার এই সুপরিচিত টলিউড অভিনেত্রী রাজ চক্রবর্তীর ওয়েব সিরিজ ‘আবার প্রলয়’-এ জ্বলে উঠবেন।

সোশ্যাল মিডিয়ায়, ‘মেনকা’ গানটির একটি পোস্টারও উপলব্ধ করা হয়েছিল।

তার সঙ্গে রয়েছেন গৌরব চক্রবর্তী। রাজ চক্রবর্তী এন্টারটেইনমেন্টের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করা পোস্টারের ক্যাপশন পড়ে মেনকা ডান্স ফ্লোরে আগুন ধরিয়ে দিতে আসছেন।

ফারিয়ার মতে, ‘আবার প্রলয়’ ওয়েব সিরিজটি দর্শকদের প্রত্যাশা ছিল। তারা তাদের ইচ্ছা পেতে চলেছে।

আগামী ৪ আগস্ট গানটি প্রকাশ পাবে। আমি আশা করছি শ্রোতারা আমার “মেনকা” গানটি উপভোগ করবেন।

গোবরডাঙার সুটিয়া গ্রামের প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাস খুনের ঘটনা নিয়ে কিছু সত্যি এবং কিছু কাল্পনিক ঘটনার মিশেলে ২০১৩ সালে রাজ চক্রবর্তী নির্মাণ করেন ‘প্রলয়’।

গল্পের মূল ফোকাস বিনা কারণে নারীদের ধর্ষণের উপর।

‘আবার প্রলয়’ এবার দর্শকদের জন্য নিয়ে এসেছেন তিনি। এছাড়াও সিরিজটিতে রয়েছে সোহিনী সেনগুপ্ত, কৌশানী মুখোপাধ্যায়, লোকনাথ দে এবং দেবাশিস মন্ডল। জি-ফাইভে ১১ আগস্ট থেকে সম্প্রচার শুরু করবে।