এবারের ঈদে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। ঢালিউডের শাকিব খানের বিপরীতে এই ছবিতে অভিনয়ের জন্য আলোচনায় এসেছেন কলকাতার ইধিকা পাল। শাকিব ও ইধিকা পালের একসঙ্গে অভিনয় প্রশংসা কুড়িয়েছে। শবনম বুবলী ও অপু বিশ্বাসের প্রশংসিত এই নায়িকা।
রোববার হঠাৎ করেই ঢাকায় আসেন ইধিকা। পরে তাকে একটি বেসরকারি টেলিভিশনে দেখা যায়। সেখানে তিনি ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা শেয়ার করেন।
উপস্থাপক এ সময় ইধিকা পালের কাছে জানতে চান— শাকিব খান ও আফরান নিশোর সঙ্গে একসঙ্গে অভিনয়ের অফার পেলে কাকে বেছে নেবেন? ইধিকা প্রশ্নোত্তরে বলেছিলেন যে সুযোগ পেলে তিনি তাদের উভয়ের সাথে সহযোগিতা করতে ইচ্ছুক। আর দুজনের মধ্যে বাছাই করতে বাধ্য হলে শাকিব খানের সঙ্গে যাব।