এবার ঈদে ড. মাহফুজুর রহমান দুই চ্যানেলে গান শোনাবেন

এবার ঈদে ড. মাহফুজুর রহমান দুই চ্যানেলে গান শোনাবেন
এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান - পুরোনো ছবি

বরাবরের মতো এবারও নতুন গানের অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছেন এটিএন বাংলা চ্যানেলের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। তবে এবার তার ভক্তরা তার গান শুনতে পারবেন। কোরবানির ব্যস্ততায় দর্শকরা একটি চ্যানেলের অনুষ্ঠান হাতছাড়া করলেও, তার গান উপভোগের সুযোগ পাবেন অপর চ্যানেলে।

এটিএন বাংলার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতি বছরের মতো এটিএন বাংলায় ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান প্রচার হবে। পাশাপাশি সংবাদভিত্তিক চ্যানেল এটিএন নিউজ-এও সে আয়োজন থাকছে।

২০১৬ সাল থেকে এটিএন বাংলায় প্রচার হচ্ছে ড. মাহফুজুর রহমানের গাওয়া গান নিয়ে একক সংগীতানুষ্ঠান। এ ধারাবাহিকতায় এটিএন বাংলায় ঈদের দিন রাত সাড়ে ১০টায় প্রচার হবে তার গানের অনুষ্ঠান ‘তুমি আমার অন্তরে’।

এই অনুষ্ঠানে রয়েছে মোট ১১টি গান। এগুলোতে সুরারোপ করেছেন মান্নান মোহাম্মদ ও রাজেশ ঘোষ। কথা লিখেছেন নাজমা মোহাম্মদ, রাজেশ ঘোষ এবং ড. মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে থাকা গানগুলো হলো- ‘ভেঙ্গে চুরে ছারখার’, ‘তোমার হাসি ভালোবাসি’, ‘মনটা শুধু তোমার’, ‘চুপিচুপি কাছে এসে’, ‘তোমায় খুঁজে বেড়ায়’, ‘ওই আকাশ নীলে দুজন’ এবং রিমিক্স ‘দাইমা-৩’ শিরোনামের গান।

এছাড়াও অনুষ্ঠানে থাকছে ‘আকেলা না জানা’, ‘কাভিতো তুমকো’, ‘মুঝে তুম নাজারসে’ ও ‘চুপকে চুপকে’ শিরোনামের চারটি গজল।

অন্যদিকে, এটিএন নিউজে প্রচার হবে ড. মাহফুজুর রহমানের একক সংগীতানুষ্ঠান ‘তোমার মাঝে বাঁচি’। সেখানে গান থাকছে ১০টি। গানগুলোর তালিকায় আছে ‘ফাসানা এ দিল’, ‘দুনিয়া কিসি কে পেয়ার’, ‘হামছে বাদাল গ্যায়া’ ও ‘ঝুমে এ দিল’ শিরোনামে চারটি গজল।

এছাড়া থাকছে ‘তুমিতো জানো না’, ‘একটুখানি হাসো না’, ‘ও রমনী’, ‘তোমাকে ভালোবাসি খুব’ এবং ‘মনের স্বীকৃতি’ শিরোনামের গানও। এগুলোর চিত্রায়ন হয়েছে এটিএন বাংলার স্টুডিওতে।

সংবাদ সূত্রঃ এটিএন বাংলা