প্রকাশ্যে শ্লীলতাহানির শিকার হয়েছেন যে বলিউড অভিনেত্রীরা!

স্বপ্নের বলিউড, চাট্টিখানি কথা নয়! রীতিমতো যুদ্ধ করে এখানে টিকে থাকতে হয়। শুরুটা তো কপালের ব্যাপার।

কেউ বহুবছর ধরে সাধনার পরে সুযোগটা পায়, আবার অনেকে না চাইতেও হয়ে যায় বলিউড তারকা।

প্রকাশ্যে-অপ্রকাশ্যে শ্লীলতাহানির শিকার হয়েছেন অনেক বলিউড তারকাদের। দেখে নিন এমন কিছু বলিউড অভিনেত্রীদের যারা প্রকাশ্যে শ্লীলতাহানির শিকার হয়েছেন।

\"\"
সোনাম কপূর: ‘রাঞ্ঝানা’ ছবির প্রচারে গিয়ে পিছন থেকে কয়েকজন সোনমকে জাপটে ধরার চেষ্টা করে। তখন তাঁর সহ-অভিনেতা ধনুশ এসে প্রতিবাদ করেন।

\"\"
আসিন:
বিজয় নামে এক ব্যক্তি আসিনকে পিছন থেকে জাপটে ধরেছিল।

\"\"
ক্যাটরিনা কাইফ: ২০০৫ সালে দক্ষিণ কলকাতার এক পুজোয় উপস্থিত ছিলেন। তখনই শ্লীলতাহানির শিকার হয়েছিলেন তিনি।

\"\"
করিনা কাপূর: ২০১৩ সালে কয়েকজন ফানের দ্বারাই হেনস্থা হন। কিন্তু কোনও প্রতিক্রিয়া দেখাননি।

\"\"
সুস্মিতা সেন:
একটি গয়নার বিপণী উদ্বোধন করতে গিয়ে ভিড়ের মধ্যে হেনস্থা হন।

\"\"
এষা দেওল: পুণেতে শ্লীলতাহানির শিকার হন। এবং সঙ্গে সঙ্গে অভিযুক্তকে চড় মারেন।

\"\"
গৌহর খান:
একটি অনুষ্ঠানে এক পুরুষ দর্শক মঞ্চে উঠে চড় মারে গৌহরকে। তার মনে হয়েছিল গৌহরের পোশাক খোলামেলা ছিল।

\"\"
গুল পনাগ: ২০১০ সালে দিল্লি ম্যারাথনে গিয়ে শ্লীলতাহানির শিকার হন।

\"\"
আমিশা পটেল: গোরক্ষপুরে একটি গয়নার বিপণী উদ্বোধন করতে গিয়ে শ্লীলতাহানির শিকার হন। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে চড় মারেন তিনি।

\"\"
মিনিশা লাম্বা: গোয়ার বিচে ফোটোশ্যুট করছিলেন। তখন কয়েকজন তাঁর উদ্দেশে কুমন্তব্য করে।

\"\"
বিপাশা বসু: আমেদাবাদে এক ছবির প্রচার করতে গিয়ে শ্লীলতাহানির শিকার হন।

\"\"
স্মৃতি ইরানি:
২০১৪ সালে হরিয়ানাতে একটি ধর্ষণ-বিরোধী মিছিল হয়েছিল। সেখানেই শ্লীলতাহানির শিকার হন তিনি।

বাংলাদেশ সময়: ১০৫০ ঘণ্টা, ৩০ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top