সড়ক দুর্ঘটনার কবলে অমি, পলাশসহ আরও কয়েকজন

সড়ক দুর্ঘটনার কবলে অমি, পলাশসহ আরও কয়েকজন
অমি ও পলাশ - পুরোনো ছবি

জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ ও নির্মাতা কাজল আরেফিন অমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন। শুটিং স্পটে যাওয়ার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন তারা।

আজ বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে দুর্ঘটনাটি ঘটে। বিষয়টি অমি নিজেই সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তবে এ দুর্ঘটনায় অমি বা পলাশদের কোনো ক্ষতি হয়নি। অমি বলেন, ‘ঈদের জন্য একটি ফিচার টেলিফিল্মের শুটিং করছিলাম আমরা টাঙ্গাইলে। আজকে সকালে শুটিংয়ের জন্য আসার পথে টাঙ্গাইলের মির্জাপুর এলাকায় এ ঘটনা ঘটে।’

গাড়ির ক্ষতি হলেও অক্ষত আছেন সবাই উল্লেখ করে তিনি বলেন, ‘আমাদের গাড়িটা বাম পাশ থেকে ডান পাশে আসতে গেলে অপরদিক থেকে একটি ট্রাক এসে আমাদের গাড়িকে চাপ দেয়। গাড়িতে পলাশসহ আরও কয়েকজন ছিল। আল্লাহর রহমতে কারও কোনো ক্ষতি হয়নি। আমরা সবাই ঠিক আছি। গাড়িটার কিছু ক্ষতি হয়েছে।’

এর আগে বিষয়টি নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন অমি। সেখানে লিখেছিলেন, ধন্যবাদ আল্লাহ। দুর্ঘটনায় সবাইক অক্ষত থাকায় এই স্বস্তি প্রকাশ করেছেন অমি।