বিয়ে করলেন গায়ক ইমরান মাহমুদুল

বিয়ে করলেন গায়ক ইমরান মাহমুদুল
স্ত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল - ফেসবুক থেকে সংগৃহীত ছবি

চ্যানেল আই সেরা কণ্ঠের শিল্পী ইমরান মাহমুদুল বিয়ে করেছেন। তিনি আজ বুধবার পাত্রী মেহের আয়াত জেরিনের সঙ্গে পারিবারিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ বিষয়টি নিয়ে তিনি তার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন।

বিয়ের খবর নিশ্চিত করে ইমরান বলেন, পারিবারিকভাবে, ঘরোয়া পরিবেশেই আমাদের বিয়ে সম্পন্ন হয়েছে।

ইমরানের বড় বোন ও দুলাভাইয়ের নভেম্বরে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা রয়েছে। এরপর সবাইকে নিয়ে বড় পরিসরে বিবাহোত্তর অনুষ্ঠান করা হবে বলেও জানান এই কণ্ঠশিল্পী।

দোয়া চেয়ে ইমরান বলেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আমরা যেন একে অপরের পাশে থেকে জীবনের বাকিটা পথ নিজেদের সুখ-দুঃখ ভাগাভাগি করে চলতে পারি।