গাজীপুরে নৌকার প্রচারে ব্যস্ত শোবিজ তারকারা

গাজীপুরে নৌকার প্রচারে ব্যস্ত শোবিজ তারকারা
নৌকার প্রচারে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, চিত্রনায়িকা নিপুণ, সাইমন সাদিক, অভিনেত্রী জেসমিন ও কৌতুক অভিনেতা রতন খান - সংগৃহীত ছবি

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে শোবিজ তারকাদের ব্যস্ততা বেড়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লা খানের প্রচারে তারা মাঠে নেমেছেন, ভোট চাইছেন দলবলে।

নৌকার প্রচারে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ, মাহিয়া মাহি, সাইমন সাদিক, অভিনেত্রী জেসমিন ও কৌতুক অভিনেতা রতন খান অংশ নিয়েছেন। রোববার (২১ মে) দিনভর প্রচার করেছেন তারা। তারকাদের দেখতে স্থানীয়রা বিভিন্ন জায়গায় ভিড় করেছেন।

ভোট প্রচারের কিছু ছবি চিত্রনায়ক সাইমন সাদিক নিজের ফেসবুকে শেয়ার করেছেন। চিত্রনায়ক ফেরদৌস কোনাবাড়ীর পথসভায় বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেশুনে ও বুঝে আজমত উল্লাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। তিনি ভালো মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়। নাগরিক সুবিধা নিশ্চিত করতে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন।”

আজমত উল্লাহর প্রচারে চিত্রনায়িকা নিপুণ ভোটারদের উদ্দেশে বলেন, “আপনারা সবাই যেভাবে আমাকে ও কাঞ্চন ভাইকে সহযোগিতা করেছেন, তেমনভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন। ২৫ মে আপনারা নৌকা মার্কায় ভোট দিন। এই মেসেজটা দিতেই গাজীপুরে এসেছি আমরা।”

ওদিকে চিত্রনায়িকা মাহিয়া মাহিও ভোট প্রচারে বেশ সরব। স্বামীকে সঙ্গে নিয়ে তিনি চষে বেড়াচ্ছেন বিভিন্ন এলাকা। গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় এ নায়িকা লিফলেট বিতরণ করেন। নিজের ফেসুবকে তিনিও ছবি শেয়ার করেছেন।

উল্লেখ্য, গাজীপুর সিটি করপোরেশনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ২৫ মে। ২৩ মে মধ্যরাতে শেষ হচ্ছে প্রচার।