চিত্রনায়ক ফারুকের লাশ দেশে পৌঁঁছেছে

চিত্রনায়ক ফারুকের লাশ দেশে পৌঁঁছেছে
লাশবাহী ফ্রিজিং গাড়ি - প্রতীকী ছবি

বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত বর্ষীয়ান চিত্রনায়ক, সংসদ সদস্য ও বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন পাঠান ফারুকের লাশ সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছেছে।

আজ মঙ্গলবার (১৬ মে) সকাল ৭টা ৫০ মিনিটে তার লাশ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়। এ তথ্য নিশ্চিত করেছে বিমানবন্দর সূত্র।

এর আগে, সিঙ্গাপুরের স্থানীয় সময় মঙ্গলবার ভোর ৫টা ৪০ মিনিটে ইউএস-বাংলা এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট নায়ক ফারুকের লাশ নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়।

সোমবার (১৫ মে) স্থানীয় সময় সকাল ১০টার দিকে সিঙ্গাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন চিত্রনায়ক ফারুক। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্তবৃন্দ রেখে গেছেন।