দুরন্ত টিভিতে এবার ইরানি সিনেমা

বিশ্বজুড়ে আলাদা কদর রয়েছে ইরানি সিনেমার। বিভিন্ন আন্তর্জাতিক আয়োজনে দেশটির বিভিন্ন সিনেমা হরহামেশাই পুরস্কার জিতে নেয়। সেই ইরানের ছবি যদি ঘরে বসেই বাংলা ভাষায় দেখতে পারেন, কেমন হবে?

হ্যাঁ, এই দারুণ সুযোগটি বেসরকারি চ্যানেল দুরন্ত টিভি করে দিচ্ছে। আগামী ১৮ মার্চ বিকাল ৩টায় এই চ্যানেলে প্রচার হবে ইরানি সিনেমা ‘দ্য স্কিয়ার’। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তথ্যটি জানিয়েছে প্রতিষ্ঠানটি।

‘দ্য স্কিয়ার’র কাহিনি সংক্ষেপ এরকম, জুলি তাদের গ্রামের স্কেটিং প্রতিযোগিতায় গত বছর প্রথম হয়েছিলো। এবারও সে প্রথম হবে, এমনটাই আশা। কিন্তু জুলির স্কি নষ্ট হয়ে গেছে। সেটা সারানোর জন্য টাকা দরকার। সেই সঙ্গে আরেক সমস্যা তার সামনে আসে। জুলির বাবা নেকড়ের মুখ থেকে একটি ছাগলকে বাঁচিয়েছিলো। তাদের গ্রামের এক আত্মীয় মারা গেলে সবাই সেখানে ভেঁড়া বা ছাগল দেয়। তাই জুলিদেরও ছাগল দিতে হবে। তার বাবা নেকড়ের মুখ থেকে বাঁচানো সেই ছাগল দিতে চায়। কিন্তু জুলি রাজি হয় না।

জুলির ছাগলটিকে বাঁচানো এবং স্কি সারানোর টাকা সংগ্রহের অভিযানের গল্পই আবর্তিত হয়েছে ‘দ্য স্কিয়ার’-এ।

ছবিটি নির্মাণ করেছেন ফারিদুন নাজাফি। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিররেজা ফারামার্জি, রেজা মৌরি, আভা দারোত, হাবিব তাজমিরি প্রমুখ। ২০১৭ সালের ৫ জুলাই এটি মুক্তি পেয়েছিলো।