সেক্সি দেখাক সেটা চাই, তবে বিছানায় যেতে নয়!

এমন অনেকে আছেন, যাঁরা ধর্ষণ বা শ্লীলতাহানির কারণ হিসেবে দায়ী করেন মেয়েদেরই। ভাবটা এমন করেন যেন, মেয়েটি খোলামেলা পোশাক পরেছিল বলেই তাঁকে ধর্ষণ বা শ্লীলতাহানি করতে উস্কানি পেয়েছে ধর্ষকরা। এতে তাদের কোনও দোষ নেই।

মেয়েদের পোশাক নিয়ে সমকালীন সমাজের এই অদ্ভুত যুক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ালেন হলিউড সেলেব কেট ব্ল্যানচেট। মেয়েদের পোশাক পরার স্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল করলেন তিনি।

গত সোমবার ইনস্টাইল অ্যাওয়ার্ডস ২০১৭-র অনুষ্ঠানে স্টাইল আইকন পুরস্কার গ্রহণ করতে গিয়ে তিনি এ বিষয়ে দৃপ্ত বক্তব্য রাখন। অস্কারজয়ী স্টারের মত, ‘মহিলারা চান যে তাঁদের সেক্সি দেখতে লাগুক। তার মানে এটা নয় যে আমরা তোমাদের সঙ্গে শুতে চাই।’

পোশাক নিয়ে মহিলাদের স্বাধীনতার পক্ষে জোরালো সওয়াল করে এই অভিনেত্রী বলেন, মহিলারা কী পোশাক পরবেন, কখন পরবেন, কীভাবে পরবেন তা বেছে নেওয়ার অধিকার একমাত্র তাঁরই।

বাংলাদেশ সময়: ১৫২২ ঘণ্টা, ২৬ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top