জেল বসে চিঠি লিখলেন সুকেশ, তাঁর দাবি জ্যাকলিন নির্দোষ

জ্যাকলিন ফার্নান্দেজকে নিয়ে ২১৫ কোটি টাকার প্রতারণা মামলায় জোরেসোরে তদন্ত চলছে বলিউড অভিনেত্রীর। প্রতারক সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে পদে পদে জড়িয়েছে তাঁর নাম। সম্প্রতি জ্যাকলিনের আইনজীবী দাবি করেন, জেলে বসেই একটা চিঠি লিখেছে সুকেশ। তাঁর দাবি, অহেতুক অভিনেত্রীর নাম জড়ানো হয়েছে।

ওই চিঠিতে স্পষ্ট উল্লেখ আছে, জ্যাকলিন নির্দোষ, তিনি কোনো প্রতারণায় যুক্ত নন। আইনজীবী প্রশান্ত পাটিল সম্প্রতি তুলে ধরলেন সেই চিঠিখানা, যেটা সুকেশ জেল থেকে পাঠিয়েছিলেন নিজের আইনজীবীকে। দাবি করলেন, এই চিঠির বিষয়ে ন্যায্য তদন্ত হওয়া উচিত। সেই চিঠির প্রসঙ্গ তুলে জ্যাকলিনের আইনজীবী দাবি করলেন, নিজের ভাবমূর্তি স্বচ্ছ করতে তার মক্কেল লড়াই চালিয়ে যাবেন।

সুকেশের দাবি, বহুমূল্য গাড়ি থেকে শুরু করে উপহার, যা কিছু আর্থিক লেনদেন, সবটাই ভালবেসে জ্যাকলিনকে দেওয়া। তাঁরা সম্পর্কে ছিলেন। সেখানে উপহার দেওয়া কি অস্বাভাবিক? দীর্ঘ সেই চিঠিতে আরও অনেক কিছুই ফাঁস করেছিলেন সুকেশ, যা প্রকাশ্যে এসেছে গত ২৩ অক্টোবর।

এদিকে এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের (ইডি) তরফ থেকে জ্যাকলিনের জামিনের দাবির বিরোধিতা করে বলা হয়েছে, তদন্তে কখনো সাহায্য করেননি জ্যাকলিন। একমাত্র তখনই মুখ খুলেছেন, যখন তার বিরুদ্ধে একাধিক প্রমাণ তুলে ধরে জেরা করা হয়েছে।

সঙ্গে ইডি এটাও দাবি করে যে, নিজের ক্ষমতাবলে মামলা নয়ছয় করার ক্ষমতাও জ্যাকলিনের রয়েছে। এবার জ্যকলিনের আইনজীবী প্রশান্ত পাটিল তুলে ধরলেন সেই চিঠিখানা, যেটা সুকেশ জেল থেকে পাঠিয়েছিলেন নিজের আইনজীবীকে। দাবি করলেন, এই চিঠির বিষয়ে ন্যায্য তদন্ত হওয়া উচিত।