চলচ্চিত্র প্রদর্শন, সেমিনার ও পুরস্কার প্রদানের মধ্য দিয়ে শেষ হলো ১৬ দিনের \’বাংলাদেশ চলচ্চিত্র উৎসব-২০১৭\’। ঢাকাসহ সারাদেশের বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠানের শেষ দিন ছিল গত ২১ অক্টোবর। এ উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে অনুষ্ঠিত হয় সমাপনী ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।
এ আয়োজনে শ্রেষ্ঠ চলচ্চিত্র বিভাগে পুরস্কার পেয়েছে নির্মাতা তৌকীর আহমেদের ছবি \’অজ্ঞাতনামা\’। পাশাপাশি শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্মাতা হিসেবেও পুরস্কার জিতেছেন তিনি। এ আয়োজনে বিশেষ জুরির পুরস্কার দেওয়া হয় রুবাইয়াত হোসেনের \’আন্ডার কনস্ট্রাকশন\’কে। শ্রেষ্ঠ চলচ্চিত্র, শ্রেষ্ঠ নির্মাতা ও বিশেষ জুরির পুরস্কার হিসেবে নগদ ২ লাখ টাকা, ১ লাখ টাকা ও ৫০ হাজার টাকা এবং সনদপত্র প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১২২৩ ঘণ্টা, ২৩ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ