সদ্য বিবাহিত রণবীর-আলিয়া তুমুল নেচেছেন ‘ছাঁইয়া ছাঁইয়া’র তালে

পাঞ্জাবি রীতি এবং কাপূরদের পারিবারিক প্রথা মেনে ধুমধাম করে বাড়িতেই বিয়ে। তার পর কেক কাটা, ওয়াইনে চুমুক। এবং অবশেষে সদ্য বিবাহিতদের ঘিরে হইচইয়ে মেতে ওঠা দুই পরিবার। ঋষি কপূর ও নীতু সিংয়ের বিয়েতেও তাই ঘটেছিল। এবার একই পথে হাঁটলেন ছেলে-বউমা, রণবীর-আলিয়াও। নাচে-গানে জমিয়ে দিলেন ‘মিস্টার অ্যান্ড মিসেস কাপূর’!

বাজছে নব্বইয়ের দশকের হিট গান, ‘ছাঁইয়া ছাঁইয়া’। আর পর্দার শাহরুখ খান-মালাইকা অরোরার ভূমিকায় অবতীর্ণ হলেন সদ্য বিবাহিত কাপূর দম্পতি। টুকটুকে লাল অনারকলি কুর্তিতে আলিয়া যেন পাশের বাড়ির মেয়ে। সাদা কুর্তা-পাজামা, লাল জহরকোটে দিব্যি রং-মিলন্তি রণবীরেরও। হাসছেন, জড়িয়ে ধরছেন, তাল মেলাচ্ছেন নাচের ছন্দে। জুটিতে দুটিতে পার্টির মধ্যমণি!

রংমিলন্তি ছিল তার আগেও। পোশাক শিল্পী সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি আইভরি রঙা, জরি বোনা অর্গ্যাঞ্জা শাড়ি, হিরের গয়নার দ্যুতিতে ঝলমলিয়ে বিয়ের পিঁড়িতে বসেছিলেন মহেশ ভাট-সোনি রাজদানের কন্যা। প্রায় একই রঙের সিল্কের শেরওয়ানি, জরি বোনা শাল, হিরের বোতামে ঠিক তার মানানসই হয়ে উঠেছিলেন বর রণবীরও।

আর তার পর? রূপকথার মতো সেই বিয়ের ছবিতে ‘রণলিয়া’র হাসি ঝলমলে মুখ দেখেই আনন্দে ভেসেছেন ভক্তকুল।