৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কার পেলেন যারা

আজ সোমবার বাংলাদেশ সময় সকাল ৬টায় শুরু হয় ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অস্কারের আসর। করোনার সব বিষণ্নতা পেছনে ফেলে এ অনুষ্ঠান লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে তারকা ও অতিথিদের সরাসরি উপস্থিতিতে জমেছিল। এবার উপস্থাপনা করেছেন অ্যামি শুমার, রেজিনা হল ও ওয়ান্ডা সাইকস।

৯৪ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস যারা পেলেন—

সেরা সিনেমা: কোডা

সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেন (দি আইজ অব ট্যামি ফায়ে)

সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)

সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই (সংগীত ও কথা: বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল

সেরা ডকুমেন্টারি ফিচার: সামার অব সোউল

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা (সিয়া হেডার)

সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট (কেনেথ ব্রানা)

সেরা কস্টিউম ডিজাইন: জেনি বিভান (ক্রুয়েলা)

বিদেশী ভাষার সেরা সিনেমা: ড্রাইভ মাই কার (জাপান)

সেরা পার্শ্ব অভিনেত্রী: আরিয়ানা ডেবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পার্শ্ব অভিনেতা: ট্রয় কোটসার (কোডা)

সেরা অ্যানিমেটেড ফিল্ম : এনকান্টো

সেরা মৌলিক স্কোর: হ্যান্স জিমার (ডুন)

সেরা সিনেমাটোগ্রাফি: গ্রেগ ফ্রেজার (ডুন)

সেরা ভিজ্যুয়াল এফেক্টস: ডুন (পল ল্যাম্বার্ট, ট্রিস্টান মাইলস, ব্রায়ান কনোর, জার্ড নেজার)

সেরা সম্পাদনা: জো ওয়াকার (ডুন)

সেরা শব্দ: ডুন

সেরা লাইভ অ্যাকশন শর্ট : দ্য লং গুডবাই

সেরা অ্যানিমেটেড শর্ট: দি উইন্ডশিল্ড পাইপার

সেরা ডকু শর্ট : দ্য কুইন অব বাস্কেটবল