চেম্বার আদালতের সিদ্ধান্তের বিষয়ে প্রধান বিচারপতির বেঞ্চে আজ শুনানি হওয়ার কথা থাকলেও চলচ্চিত্র শিল্প সমিতির সাধারণ সম্পাদক পদ নিয়ে নিপুনের দায়ের করা রিটের আপিল শুনানি হবে আগামীকাল। শুনানিতে নিপুনের আইনজীবী সময় নিয়েছেন।
এই শুনানি হবে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চে। এর আগে হাইকোর্ট চলচ্চিত্র শিল্পী সমিতির আপিল বোর্ডের সিদ্ধান্ত স্থগিত করে জায়েদ খানকেই সাধারণ সম্পাদক পদে বহাল রাখেন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে নিপুণের আবেদনের প্রেক্ষিতে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ স্থগিত করে দেন এবং সাধারণ সম্পাদক পদটিতে স্থিতাবস্থা জারি করেন।
প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনের প্রাথমিক ফলাফলে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়া জায়েদ খানের প্রার্থিতা বাতিল করেছে শিল্পী সমিতির নির্বাচন সংশ্লিষ্ট আপিল বিভাগ। এর ফলে তিনি হারিয়েছেন পদ। নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান এক সভায় এ সিদ্ধান্ত ঘোষণা করেন। একই সঙ্গে নায়িকা নিপুণকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করা হয়। শিল্পী সমিতির পদটি নিয়ে বেশ আলোচনা ও সমালোচনা জেরে ইতোমধ্যে কমিটি থেকে অন্যান্য শিল্পীদের পদত্যাগের কথাও শোনা যাচ্ছে।