আপিল বোর্ড শিল্পী সমিতির নির্বাচনে জায়েদ খানের প্রার্থীতা বাতিল ও নিপুণকে বিজয়ী ঘোষণা করে যে সিদ্ধান্ত দিয়েছিল হাইকোর্ট তা স্থগিত করেছেন। সেই সঙ্গে সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খানের দায়িত্ব পালনে যেন কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা না হয়- সে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার দুপুরে বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ জায়েদ খানের আবেদনের ওপর শুনানির পর রুলসহ এই আদেশ দেন। আদালতে জায়েদ খানের পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট আহসানুল করিম ও আইনজীবী নাহিদ সুলতানা জুথি।
আহসানুল করিম সাংবাদিকদের বলেন, নিপুণ আক্তারের অভিযোগের প্রেক্ষিতে আপিল বোর্ডকে ২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তরের দেওয়া চিঠির কার্যকারিতা এবং জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে বিজয়ী ঘোষণা করে আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট।