অনেকদিন ধরে ক্যান্সারে ভুগছেন শাম্মী আক্তার। এই কণ্ঠশিল্পীর দিন কাটছে এখন হুইলচেয়ারে। কথাও বলতে পারছেন না ঠিকমতো। ঠিক এমন সময় শিল্পীর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্প্রতি তিনি ব্যক্তিগত তহবিল থেকে পাঁচ লাখ টাকার চেক দিয়েছেন শাম্মী আক্তারকে।
জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া এই গায়িকার উন্নত চিকিৎসার জন্য কিছুদিন আগে বাংলাদেশ সংগীত সংগঠন সমন্বয় পরিষদ প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছিল। এরই পরিপ্রেক্ষিতে এই সাহায্য।
শাম্মী আক্তারের সঙ্গে দেখা করে তার হাতে এই সাহায্য তুলে দেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় ও সহসভাপতি মাহমুদ সেলিম।
শাম্মী আক্তারের স্বামী শিল্পী আকরামুল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ। কঠিন সময়ে তিনি আমাদের পাশে দাঁড়িয়েছেন। দেশ যদি তার চিকিৎসায় এগিয়ে আসে আমরা আজীবন মনে রাখব। তবে পরিবারের পক্ষ থেকে কারো কাছে সাহায্যের কোনো আবেদন করব না।’
‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ কিংবা ‘আমি যেমন আছি তেমন রব, বউ হবো না রে’, ‘ভালোবাসলে ঘর বাঁধা যায় না’— এ রকম অসংখ্য জনপ্রিয় গানের শিল্পী শাম্মী আক্তার। ১৯৭০ সালের দিকে জীবনের প্রথম বেতারের গানে কণ্ঠ দেন তিনি। গানটি ছিল নজরুলের ‘এ কি অপরূপ রূপে মা তোমায়’।
ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অন্তরালে চলে যান শাম্মী আক্তার। সম্প্রতি ‘চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস’-এ আজীবন সম্মাননা দেওয়া হয় এ শিল্পীকে। তবে তিনি অনুষ্ঠানে ছিলেন না, তার হয়ে সম্মাননা গ্রহণ করেন স্বামী ও মেয়ে। এদিকে সপ্তাহ দুয়েক মিরপুর ও ধানমন্ডির দুটি হাসপাতালে চিকিৎসা নিয়ে ফিরেছেন বাসায় শাম্মী।
বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, ১৯ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম