বলিউডের সবচেয়ে বড় তারকা সালমান খানের ‘রাধে: ইওর মোস্ট ওয়ান্টেড ভাই’ দেখার জন্য মুক্তির প্রথম দিন থেকেই হুমড়ি খেয়ে পড়েছেন দর্শক। লাখ লাখ ভিউর চাপে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ ও জিপ্লেক্স অ্যাপ একাধিকবার ক্রাশ করেছিল।
ঈদুল ফিতর উপলক্ষে ‘রাধে’ মুক্তি পেয়েছে গত ১৩ মে। সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহ পার করেছে। এরই মধ্যে আলোচিত সিনেমাটি প্রায় ১ কোটি দর্শক দেখেছেন বলে জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম।
শুরুতে ‘রাধে’ দেখতে একই সময় একসঙ্গে ১ মিলিয়ন অর্থাৎ ১০ লাখ দর্শক লগইন করায় ওটিটি প্ল্যাটফর্মটি ক্রাশ করে। মুক্তির প্রথম দিনই এটি দেখেন ৪২ লাখ দর্শক। আর প্রথম সপ্তাহে দেখেছেন মোট ৯৯ লাখ দর্শক।
এদিকে, ‘রাধে’ পাইরেসির কবলে পড়ার অভিযোগ উঠেছে। হোয়াটসঅ্যাপে ৫০ রুপির বিনিময়ে সিনেমাটির পাইরেটেড ভিডিও বিক্রির অভিযোগে মুম্বাইয়ে তিনজনের বিরুদ্ধে এফআইআরও দায়ের করা হয়েছে।
‘রাধে’ সিনেমায় সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দিশা পাটানি। এতে খলচরিত্রে দেখা গেছে রণদীপ হুদা। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন জ্যাকি শ্রফ। এটি ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘ওয়ান্টেড’ সিনেমার সিক্যুয়েল। আগের পর্বের মতো নতুনটিও পরিচালনা করেছেন প্রভুদেবা।