ভাইজান খ্যাত বলিউডের সুপারস্টার নায়ক সালমান খান। তাকে কখনো দেখা যায়নি ঘনিষ্ঠ দৃশ্যে বা চুম্বন দৃশ্যে। কিন্তু এবার সেই প্রথা ভাঙলেন ভাইজান।
বর্তমানে সালমান-দিশার সেই ঘনিষ্ঠ দৃশ্য নিয়ে চর্চা তুঙ্গে। সালমান যথারীতি চুপ। তার হয়ে মুখ খুলেছেন দিশা পাটানি। নায়িকার দাবি, কোনো নিয়ম ভাঙেননি অভিনেতা সালমান খান। তিনি ঘনিষ্ঠও হননি দিশার। তা হলে ২ তারকা চুম্বন দৃশ্যে অভিনয় করলেন কী করে? সেই রহস্যও ফাঁস করেছেন অভিনেত্রী।
দিশার ভাষ্য, ‘‘পুরোটাই চুরি করে তোলা হয়েছে’’। সালমান নাকি টেপ জড়িয়ে ঠোঁট ঢেকে নিয়েছিলেন, এ কথাও সংবাদমাধ্যমকে জানিয়েছেন তিনি। সালমান নাকি দিশাকে এই বলে আশ্বস্ত করেছিলেন শুধু চিত্রনাট্যের খাতিরে এমন করছেন তিনি।
চুম্বন নিয়ে মুখ না খুললেও বয়সের পার্থক্য নিয়ে মতামত প্রকাশ করেছেন ‘রাধে’। প্রভুদেবা পরিচালিত এই ছবিতে তার আর দিশা পাটানির বয়সের ব্যবধান নিয়েও আলোচনা-সমালোচনা হয়েছে।
এ ব্যাপারে সালমানের ভাষ্য, যখনই ছবিটা দেখবেন মনে হবে, আমি আর দিশা সমবয়সী!
ভিডিও দেখতে ক্লিক করুন