ভারতের কলকাতার উডল্যান্ডস হাসপাতালের কোভিড ওয়ার্ডে গানের তালে তালে নাচের ভিডিও ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
রোগীর মানসিক অবস্থা ঠিক রাখতেই নার্সরা নেচে গেয়ে চেষ্টা করেন তাদের বিনোদিত করার।
সেখানকার একজন পুরুষ নার্সের উদ্যোগে নাচেন হিন্দি ‘নিমুরা নিমুরা’ গানের তালে তালে। ওই নার্সের নাম অজিতকুমার পট্টনায়েক।
ভিডিওতে দেখা যাচ্ছে, পিপিই কিট ও অ্যাপ্রোন পরে হিন্দি গানের তালে নাচছেন অজিত। তার সঙ্গে যোগ দিয়েছেন অন্য নার্সরাও। অনেকেই সেখানে দাঁড়িয়ে হাততালি উৎসাহ দিচ্ছেন।
রোগীরা কেউ আবার শয্যায় বসেই গোটা দৃশ্য ক্যামেরাবন্দি করছেন। তাদের প্রত্যেকের মুখে হাসি ছিল।
মনোবিদদের মতে, করোনা আক্রান্ত হলে শুধু শরীর নয়, চাপ পরে মনেও। তাই এই সময় রোগীদের যতটা আনন্দে রাখতে পারা যায় ততই ভালো। তাই হাসপাতালে নাচ গানের ভিডিও বাংলাদেশ-ভারতসহ বিশ্বের নানা দেশ থেকে ছড়িয়ে পড়ছে; যেগুলো নেট দুনিয়ায় ব্যাপক সাড়া ফেলছে।
এর আগে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের তিন চিকিৎসক নাচের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
সে প্রসঙ্গে ডা. শাশ্বত চন্দন তার ফেসবুকে পোস্ট করে ক্যাপশনে লিখেন, ‘কোভিড-১৯ রোগীদের যারা চিকিৎসা করছেন, তাদের অনুপ্রেরণার জন্য সার্জনদের নাচ।’
ভিডিওটিতে দেখা যায়, হাসপাতালের ড্রেস পরে ‘নয়া দামান’ গানের সঙ্গে নাচছেন এক চিকিৎসক। এরপর আরও দুজন নারী চিকিৎসক এসে তার সঙ্গে যুক্ত হন।
সোশ্যাল মিডিয়া থেকে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রশংসায় ভেসেছিলেন ঢাকা মেডিকেলের সেই তিন ইন্টার্ন চিকিৎসক।
ভিডিও দেখতে ক্লিক করুন