‘যমজ’ জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত দর্শকপ্রিয় নাটকগুলোর একটি। নাটকটিতে তিনি একাই তিনটি চরিত্রে অভিনয় করেছেন। জনপ্রিয়তা বিবেচনা করে একে একে ১৩টি সিক্যুয়েল নির্মিত হয়েছে। প্রতি ঈদে টিভি পর্দায় ‘যমজ’ যেন বাড়তি আনন্দ যোগ করে। কিন্তু করোনার কারণে গত ঈদে নাটকটির নির্মিত হয়নি কোন সিক্যুয়েল। তবে এবারের ঈদে থাকছে ‘যমজ ১৪’। আগের নাটকগুলোতে তিন চরিত্রে দেখা গেলেও এই অভিনেতা চারটি চরিত্রে পর্দায় হাজির হবেন এবারের পর্বে।
অভিনেতা-নির্মাতা কচি খন্দকার রচনা করেছেন ‘যমজ ১৪’। তিনি এতে অভিনয়ও করছেন। বরাবরের মতো এবারও নাটকটি নির্মাণ করছেন আজাদ কালাম। লকডাউনের আগে গাজীপুরের পূবাইলে নাটকটির দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।
নাটকটি প্রসঙ্গে মোশাররফ করিম বলেন, যমজ নাটকের জন্য সবসময় আলাদা করে সময় রাখি। গল্প, চরিত্র নিয়ে আলাদা করে ভাবি। ইচ্ছা থাকা সত্ত্বেও গত ঈদে নাটকটি নির্মাণ সম্ভব হয়নি। তবে এবারের ঈদে দর্শকরা যমজ দেখতে পাবেন।
নতুন খবর হলো ‘যমজ ১৪’ নাটকে যুক্ত হয়েছেন অভিনেত্রী সারিকা। এতে তাকে জবা চরিত্রে দেখা যাবে। ঈদের চতুর্থ দিন রাত ৮টা ৩০ মিনিটে আরটিভিতে দেখা যাবে নাটকটি।
সংবাদ সূত্রঃ আরটিভি নিউজ