প্রাণঘাতী করোনাভাইরাস নিয়ে বিভিন্ন ধরনের হাস্যকর মন্তব্য করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমালোচিত হয়েছিলেন। তিনি বলেছিলেন, “করোনাভাইরাস একটি সাধারণ ফ্লু।”
এমন মন্তব্যের পর ট্রাম্প গণমাধ্যমে ব্যাপক সমালোচিত হয়েছিলেন। এরপর অবশ্য ট্রাম্প নিজেও করোনায় আক্রান্ত হয়েছিলেন।
এবার বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতও ট্রাম্পের মতই হাস্যকর মন্তব্য করলেন। তিনিও করে বসলেন একই মন্তব্য। জানা গেছে, হিমাচলে নিজের বাড়িতে যাবেন বলে গতকাল শুক্রবার করোনা পরীক্ষা করিয়েছিলেন কঙ্গনা। পরের দিন শনিবার সকালে পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। সে খবর নিজেই ইনস্টাগ্রামে জানান কঙ্গনা।
তবে করোনায় আক্রান্ত হওয়ার পরও তিনি এটিকে ‘\”সাধারণ ফ্লু ছাড়া কিছুই নয়’\”বলে দাবি করেছেন।
তার বক্তব্য, “এই রোগ সাধারণ সর্দি-জ্বর ছাড়া আর কিছুই নয়। সংবাদমাধ্যম একটু বেশিই বাড়াবাড়ি করছে। যার ফলে কিছু মানুষ আতঙ্কে ভুগছেন।”
তিনি বলেন, “বেশ কয়েকদিন ধরেই দুর্বলতা অনুভব করছিলাম। আমার চোখ জ্বালা করছিল। হিমাচল প্রদেশে যাওয়ার আগে কোভিড টেস্ট করিয়েছিলাম। আর আজ রিপোর্ট পজিটিভ এসেছে।”
তিনি লিখেছেন, “আমি তো জানতামই না ভাইরাসটা আমার দেহে পার্টি করছে। তবে আমি খুব দ্রুত ভাইরাসকে ধ্বংস করব।”