হাসপাতালে ভর্তি হলেন করোনায় আক্রান্ত ফরিদা পারভীন

কিছু দিন আগেই করোনায় আক্রান্ত হন দেশ বরেণ্য লালন শিল্পী ফরিদা পারভীন। তার শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়েছে। আর তাই চিকিৎসকের পরামর্শে জরুরি ভিত্তিতে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, তার ফুসফুস দুর্বল ও অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন শিল্পীর ছোট ছেলে ইমাম জাফর নোমানী।

এতে তিনি বলেন, সিটি স্ক্যানের রিপোর্ট অনুযায়ী আম্মার ফুসফুসের প্রায় ৫০ শতাংশ আক্রান্ত হয়েছে৷ আর রিপোর্টটা হাতে পাওয়ার পর চিন্তিত হয়ে পড়ি। চিকিৎসকরা যেটা বলেছেন ওনার অক্সিজেন লেভেল বার বার কমে যাচ্ছে। এটাই সমস্যা হয়েছে। প্রথমদিকে নিয়ন্ত্রণে ছিল। এখনও মোটামুটি নিয়ন্ত্রণে। তাই অক্সিজেন লাগছে না। আইসিইউতে নেয়ার কথাও ডাক্তার কিছু বলে নাই।

এ সময় তিনি আরও বলেন, আম্মা এখন কথাও বলতে পারছে। তবে যেহেতু ফুসফুস দর্বল, যেকোনো সময় সমস্যা হতে পারে। তাই হাসপাতালে ভর্তি করা। ওনার যত মুখে খাওয়ার ওষুধ ছিল সবগুলো এখন ইনজেকশনে দেয়া হচ্ছে।

উল্লেখ্য, গত ৮ এপ্রিল থেকে নিজ বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন করোনায় আক্রান্ত ফরিদা পারভীন।

Scroll to Top