সম্প্রতি দেশের জনপ্রিয় অভিনেতা রিয়াজ করোনায় আক্রান্ত হন। চিকিৎসকদের পরামর্শ মেনে বাসাতেই আছেন তিনি। দ্বিতীয়বার পরীক্ষা করিয়ে সেখানে অবশ্য করোনা পজিটিভ এসেছে৷ তবে আগের চেয়ে তিনি বেশ ভালো আছেন। সুস্থতা কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেতা৷
এতে রিয়াজ বলেন, \’আমি স্বাদ-গন্ধ সবই পাচ্ছি। শুধু শরীরে ব্যথা আছে, দুর্বলতাও। এছাড়া করোনার উপসর্গ নেই৷ চিকিৎসকরা বলছেন এটা করোনার নতুন একটি ধরন। উপসর্গগুলো প্রকাশ পায় না।\’
এছাড়া তিনি আরও বলেন, \’করোনা ক্রমশই মারাত্মক আকার ধারণ করছে৷ সবাইকে সাবধানে থাকতে হবে৷ শোবিজের অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সবার সুস্থতা কামনা করি। দেশের সবাই সুস্থ থাকুক প্রার্থনা করি।\’
এদিকে, \’বঙ্গবন্ধু\’ সিনেমায় তাজউদ্দীন আহমদের চরিত্রে অভিনয় করবেন রিয়াজ৷ এ সিনেমার শুটিংয়ে অংশ নিতে মুম্বাইয়ে যাওয়ার কথা ছিলো এই অভিনেতার৷ আর সে কারণেই শুটিংয়ের নিয়মমাফিক করোনার টেস্ট করাতে গিয়ে জানতে পারেন তিনি করোনায় আক্রান্ত হয়েছেন।
উল্লেখ্য, গত ২৮ মার্চ করোনার নমুনা পরীক্ষা করান রিয়াজ৷ আর ২৯ মার্চ তার করোনা রিপোর্ট পজিটিভ আসে।