আজ থেকে বন্ধ থাকবে স্টার সিনেপ্লেক্স

প্রাণঘাতী করোনাভাইরাসের পরিস্থিতি অবনতি হওয়ায় আজ সোমবার থেকে সারাদেশ এক সপ্তাহের লকডাউন ঘোষণা করেছে বাংলাদেশ সরকার। এ সময় বন্ধ থাকবে শপিংমল। আর তাই বন্ধ ঘোষণা হয়েছে রাজধানীর সব স্টার সিনেপ্লেক্স। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। প্রতিষ্ঠানটি থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই উল্লেখ করা হয়েছে।

সেই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বছর বাংলাদেশে করোনাভাইরাস শনাক্ত হওয়ার পর থেকে সতর্কতামূলক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। যথাযথ স্বাস্থ্যবিধি পালন, সামাজিক দূরত্ব বজায় রাখা, মাস্ক পরিধান নিশ্চিতকরণ ও দর্শকদের জন্য প্রবেশপথে এবং টিকিট কাউন্টারে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি নিজেদের স্টাফদের হ্যান্ড গ্লাভস ও মাস্ক ব্যবহারের উদ্যোগ নিয়েছে। এছাড়া প্রত্যেক শো শেষে জীবাণুনাশক ব্যবহার করে চেয়ার ও হলরুম পরিষ্কার করা হয়।

দর্শকদের উদ্দেশে স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান বলেন, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে সকলে নিজের সুরক্ষার জন্য সচেতন থাকবেন। পরিস্থিতি অনুকূল হলে আবার আমরা একসঙ্গে মিলিত হব, আপনাদের পদচারণায় মুখর হবে স্টার সিনেপ্লেক্স প্রাঙ্গণ।’

Scroll to Top