গতকাল দেশের গণমাধ্যমগুলো ‘অভিনেতা শামীম আহমেদকে খুঁজে পাচ্ছে না পরিবার’ এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে। কিন্তু গাজীপুরের উলুখোলার একটি শুটিং বাড়িতে ঘুমিয়ে ছিলেন শামীম আহমেদ। গতকাল রাত ১১টার দিকে এই কৌতুক অভিনেতা তার স্ত্রী আশামনিকে ফোন করে এমনটাই জানিয়েছেন।
অনলাইন একটি পত্রিকাকে আশামনি বলেন, ‘গতকাল রাতে ১১টায় তিনি আমাকে ফোন করে জানান, তিনি ভালো আছেন। ভালোভাবেই ঢাকায় ফিরেছেন। জার্নি করার কারণে আর সঙ্গে ফোন না থাকায়, বাসায় কথা বলতে পারেননি। এরপর রাতে গণমাধ্যমের সংবাদ দেখে অন্য একটি ফোন থেকে বাসায় কথা বলেন।’
২০ মার্চ তিনি ঢাকায় ফিরেছেন? গতকাল (২২ মার্চ) পর্যন্ত কি ঘুমিয়ে ছিলেন? জানতে চাইলে এই কৌতুক অভিনেতা স্ত্রী জানান, ‘আসলে তিনি ঢাকায় ফিরেই গাজীপুরের উলুখোলায় একটি শুটিংয়ে অংশ নেন। কাজের মধ্যে থাকার কারণে ফোন করে আমাদের জানাতে পারেনি। গতকাল ফোন করেও বেশিক্ষণ কথা বলেনি। শুধু জানিয়েছে, তিনি ভালো ও সুস্থ আছেন। বাসায় ফিরে সব বলবেন।’
উল্লেখ্য, গত ১৪ মার্চ ভোরে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলার উদ্দেশে শামীম আহমেদ বাসা থেকে বের হন। ১৪ ও ১৫ মার্চ সেখানে শুটিং করেন। ১৬ মার্চ সকালে তিনি সিলেটে গিয়েছেন বলে স্ত্রীকে জানান। এরপর ২০ মার্চ রাতে অন্য একটি নম্বর থেকে কল দিয়ে শামীম জানান, তার ফোন স্থানীয় দুর্বৃত্তরা ছিনিয়ে নিয়েছে। সিলেটে যেখানে শুটিং করার কথা ছিল সেখানে স্থানীয়দের বাধাঁর মুখে পড়ে তাদের টীম। ফলে শুটিং না করেই ঢাকায় ফিরছেন তিনি। এরপর থেকে শামীমের খোঁজ পাচ্ছিলো না তার পরিবার।
গতকাল তার স্ত্রী বলেন, ‘উনি যে নম্বর থেকে ফোন করেছিল সেই নম্বরটি ছিল, উনি যে বাসে ঢাকায় এসেছেন তার পাশের সিটের একজন যাত্রীর। আমরা শামীমের খোঁজে সেই নম্বরে তাকে ফোন করলে, ওই যাত্রী জানান, তিনি বাস থেকে টঙ্গীতে নেমে গিয়েছেন আর কিছু জানেন না। এদিকে আমরা আত্মীয়-স্বজন এবং উনার বন্ধুসহ সবার বাসায় খোঁজ করি। কোথাও যাননি শামীম। শামীম কাদের সঙ্গে শুটিং করেছিলেন সে তথ্য আমাদের কাছে নেই। এরপর স্বামীর সন্ধান পেতে গতকাল আমরা থানায় গিয়েছি। কিন্তু যেহেতু ঘটনার স্থান নিশ্চিত হওয়া যায়নি, তাই থানা জিডি নেয়নি।’
ঢাকার মালিবাগে স্ত্রী-সন্তান নিয়ে থাকেন এই অভিনেতা। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। শামীম আহমেদ প্রায় দুই দশক ধরে অভিনয়ের সঙ্গে যুক্ত। তিনি টিভি নাটকে কমেডি চরিত্রে অভিনয় করে দারুণ জনপ্রিয়।