বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে নিয়ে নির্মিত হচ্ছে ‘বায়োপিক’। প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে আটকে গেছে কাজ। যেখানে বন্ধ হয়েছে সেখান থেকেই আবারও শুরু হবে। এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন সাকিব।
বাংলাদেশের জনপ্রিয় ক্রিকেটার সাকিব আল হাসানের বায়োপিকের খবর প্রকাশ্যে আসতেই নতুন আলোচনা শুরু হয়েছে নেটদুনিয়ায়। কে থাকছেন সাকিব-শিশির চরিত্রে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা। এরই মধ্যে নেটিজেনরা সাকিবের স্ত্রী ‘শিশির’ চরিত্রে এগিয়ে রাখছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীকে।
এর কারণ হিসেবে অনেকে বলছেন, মেহজাবীনের সঙ্গে শিশিরের চেহারার অনেকটাই মিল রয়েছে। আর তিনি দূদার্ন্ত অভিনেত্রী। অপরদিকে, সাকিব আল হাসান চরিত্রে দুই জনের নাম শোনা যাচ্ছে। একজন ইয়াশ রোহান এবং আরেকজন চিত্রনায়ক জিয়াউল রোশান। ইয়াশের চেয়ে রোশানকে এগিয়ে রাখছেন নেটিজেনরা। কারণ, রোশান নিজেও ক্রিকেট ভালো খেলেন।
এদিকে, বায়োপিক কে নির্মাণ করছেন বা কারা থাকবেন সে ব্যাপারে কোনো তথ্য দেয়নি সাকিব। শেষ পর্যন্ত কারা অভিনয় করবেন তা জানতে অপেক্ষা করতে হবে আরও অনেকদিন।
উল্লেখ্য, এর আগে বাংলাদেশের কোনো ক্রিকেটারকে নিয়ে বায়োপিক নির্মাণ হয়নি। ফলে সাকিবের বায়োপিকের ঘোষণা আসতেই তা টক অব দ্য টাউনে পরিণত হয়েছে। ওদিকে মহেন্দ্র সিং ধোনি, শচীন টেন্ডুলকার, আজহারউদ্দীনসহ অনেক কিংবদন্তি ক্রিকেটারের জীবনী উঠে এসেছে বড়পর্দায়। সেগুলোর মধ্যে সবচেয়ে আলোড়ন সৃষ্টি করেছিল ধোনির বায়োপিক।