জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিত ‘টুঙ্গিপাড়ার মিয়া ভাই’ সিনেমাটি প্রদর্শনের ছাড়পত্র স্থগিত করেছে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বঙ্গবন্ধুর জীবনের কিছু ঘটনা নিয়ে তৈরি এ চলচ্চিত্রটি স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬ মার্চ মুক্তি পাওয়ার কথা ছিল। এ কারণে গত ১৪ মার্চ এটি ছাড়পত্র পায়।
কিন্তু তা পাওয়ার ১ সপ্তাহের মধ্যেই ছাড়পত্রটি স্থগিত করলো বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান জসীম উদ্দিন।
এ প্রসঙ্গে তিনি জানান, ‘জাতির জনককে নিয়ে যেহেতু সিনেমাটি নির্মিত, তাই সেন্সর পেলেও কিছু সদস্য মনে করছেন সিনেমাটি আবারও দেখার প্রয়োজন। তাই কমিটি পুনরায় এটির প্রদর্শনী করবে। তারপর দেয়া হবে চূড়ান্ত সিদ্ধান্ত।