দেশের জনপ্রিয় সংগীতশিল্পী সালমা। ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার দ্বিতীয় আসরের চ্যাম্পিয়ন হয়ে আলোচনায় এসেছেন এই সংগীতশিল্পী। লালন গীতি ও পল্লীগীতি করে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন সালমা। গান করার পাশাপাশি একাধিক সিনেমার গানেও কণ্ঠ দিয়েছেন এ শিল্পী।
উল্লেখ্য যে, বর্তমানে প্রতিদিনই নতুন গানে কণ্ঠ দেওয়ার অনুরোধ আর আবদার আসে সালমার কাছে। প্রযোজকরা প্রায়ই তাকে নতুন ইউটিউব চ্যানেলের জন্য গান করতে বলেন। এ আবদার রাখতে গিয়ে সম্প্রতি ৭০টি গানে কণ্ঠ দিয়েছেন সালমা। দেশীয় এক গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই জানান এ সংগীতশিল্পী।
পাঁচ হাজার গানে কণ্ঠ দেওয়ার টার্গেট রয়েছে জানিয়ে সালমা বলেন, ‘আমাদের দেশের লালন শাহ থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, শাহ আবদুল করিম, দুরবিন শাহর গানের সংখ্যা অসংখ্য। কিন্তু হাজার হাজার গানের মধ্যে কয়েকশ’ গান পরিচিতি পেয়েছে। আমি বেঁচে থাকলে পাঁচ হাজার গান করবো। তারপর হিসাব করব, ১০০ গান জনপ্রিয় হয়েছে কি না।’
নিয়মিত গান গাওয়া আর মিউজিক কোম্পানিগুলোর সুবিধার কথা চিন্তা করে পারিশ্রমিক কমিয়েছেন তিনি। তার কথায়, ‘আমার আগে থেকেই পরিকল্পনা ছিল, বছরে তিন বা চারটি গান করবো। এমন করে তিন থেকে চারশ’ গান আমি করে ফেলেছি। কিন্তু আমার জনপ্রিয় গান হাতে গোনা কয়েকটি। বলতে পারেন গান বেশি গাওয়ার জন্য পারিশ্রমিক কমিয়েছি।’