কাজী নওশাবা আহমেদ একাধারে মডেল, অভিনেত্রী ও সমাজকর্মী। আজ বিশ্ব নারী দিবসকে কেন্দ্র করে সাতটি পেশাতে দায়িত্বরত নারীদের নিয়ে ফটোশুটের আয়োজন করেছেন তিনি। অভিনেত্রী, গার্মেন্টসকর্মী, পরিচ্ছন্নতা কর্মী, ফটোজার্নালিস্ট, ডাক্তার, গৃহিণী ও পুলিশ এই ৭টি পেশাতে থাকা নারী ও তাদের প্রতিনিয়ত যুদ্ধ করে জয়ী হয়ে ফেরাকে সম্মান জানাতে তিনি এই আয়োজন করেছেন।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অর্ধেক তার গড়িয়াছে নারী অর্ধেক তার নর।’ আমাদের আশেপাশে সর্বক্ষেত্রে, সর্বস্তরেই তো নারীর বিচরণ, কোন অবদান, কোন ভূমিকাকে অস্বীকার করবো আমরা? আমি একজন শিল্পী, এটা আমার সবচেয়ে বড় পরিচয়। অভিনয়ের সাথে দীর্ঘদিনের পথচলায় আমি বিভিন্ন ভূমিকায় নারীকে পোর্ট্রেইট করেছি। চেষ্টা করেছি যখন যেই চরিত্রে অভিনয় করতে হয়েছে সেই চরিত্রকে সবার আগে অন্তরে ধারণ করতে। যাতে থিয়েটারে হোক কিংবা ক্যামেরার সামনে যেখানেই হোক সেটা যেন যথার্থভাবে তুলে ধরতে পারি। নারীর জন্য কোন দিবস নেই, প্রতিটি দিনই একেকটি নারী দিবস। তবুও আনুষ্ঠানিকতার নিরীখে এই একটি দিনে নারীদের জয়গান হলে মন্দ কি!’
এই অভিনেত্রী আরও বলেন, ‘নারীর জন্য প্রতিটি পেশাই সমানভাবে চ্যালেঞ্জিং, ছোট বড় যে পেশাতেই আমরা জড়িত থাকি না কেন। এই ভাবনা থেকেই বেছে বেছে ৭টি পেশাতে দায়িত্বরত নারীদের আমার সম্মান জানানোর লক্ষেই এই ফটোশুটের আয়োজন করা হয়েছিলো। আমার এই চিন্তার সাথে একাত্মতা নিয়ে সাকিব এহতেশাম এগিয়ে না আসলে শুটটা আসলে করা হতো না। ভবিষ্যতে এমন আরও কিছু করার সুযোগ পেলে আবার করবো, বার বার করবো।’