‘নেত্রী-দ্য লিডার’ প্রসঙ্গে যা বললেন অনন্ত

এবার চার দেশের শিল্পীদের নিয়ে নতুন মিশন শুরু করছেন ঢালিউড অভিনেতা ও প্রযোজক অনন্ত জলিল। অনন্তর নতুন মিশন ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমা। এ সিনেমায় অভিনয় করবেন বাংলাদেশ, ভারত, ইরান ও তুরস্কের অভিনয়শিল্পীরা।

‘নেত্রী-দ্য লিডার’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী বর্ষা। তার প্রধান নিরাপত্তা কর্মকর্তার ভূমিকায় অভিনয় করবেন অনন্ত নিজেই। এ সিনেমায় আরও অভিনয় করবেন কবির দুহান সিং, রবি কিষান ও প্রদীপ রাওয়াত। এছাড়া দেখা যাবে ইলিয়াস কাঞ্চন, কাজী হায়াতের পাশাপাশি তুরস্কের প্রথম সারির বেশ কয়েকজন শিল্পীকেও। তুরস্কের একটি প্রযোজনা সংস্থার সঙ্গে যৌথ প্রযোজনায় সিনেমাটি নির্মাণ করবেন অনন্ত।

সিনেমাটির গল্প প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, ‘আমাদের গল্প একটি বিভাগকে নিয়ে। ভারতে যেমন প্রদেশের মুখ্যমন্ত্রী থাকেন, যিনি সেই রাজ্যের প্রধান; তেমনি আমাদের বিভাগের এক নেতাকে নিয়ে এর গল্প। আমরা বেছে নিয়েছি সিলেট বিভাগকে। সেখানে এক নেতা মারা যাওয়ার পর, পার্টির সম্মতিতে তার মেয়ে নেত্রী হন। তাকে নিয়েই সিনেমার গল্প এগোবে।’

আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে সিলেটে শুরু হবে এ সিনেমার চিত্রায়ণ। এরপর ভারতের হায়দরাবাদ ও তুরস্কের বিভিন্ন লোকেশেন চিত্রায়ণ হওয়ার কথা রয়েছে।

Scroll to Top